E-Paper

আফ্রিকা কাপে হাতাহাতি নিয়ে তদন্ত

সিএএফ-র তরফে বিবৃতি দেওয়া হয়, “সিএএফ ম্যাচের প্রতিবেদন এবং ভিডিয়ো প্রমাণ সংগ্রহ করেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:১৯
রণক্ষেত্র: আলজিরিয়া-নাইজিরিয়া ম্যাচে ফুটবলারদের মধ্যে সংঘাত।

রণক্ষেত্র: আলজিরিয়া-নাইজিরিয়া ম্যাচে ফুটবলারদের মধ্যে সংঘাত। ছবি: এক্স।

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শেষ আটে মরক্কো-ক্যামেরুন এবং আলজিরিয়া-নাইজিরিয়া ম্যাচের পরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পরিস্থিতি। ০-২ গোলে হারের পর আলজিরিয়ার ফুটবলারেরা স্টেডিয়ামের টানেলের ভিতরে রেফারিকে তাড়া করেন। মিক্সড জ়োনে দুই দেশের সাংবাদিকেরাসংঘর্ষে জড়িয়ে পড়েন।

মরক্কো বনাম ক্যামেরুন ম্যাচের পরে দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। সমাজমাধ্যমে ম্যাচ পরবর্তী হিংসাত্মক ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে আফ্রিার ফুটবল নিয়ামক সংস্থা সিএএফ। জানিয়েছে ঘটনার তদন্ত হবে। সিএএফ-র তরফে বিবৃতি দেওয়া হয়, “সিএএফ ম্যাচের প্রতিবেদন এবং ভিডিয়ো প্রমাণ সংগ্রহ করেছে। যা থেকে কিছুফুটবলার ও কর্ম কর্তার অগ্রহণযোগ্য আচরণের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সিএএফ ঘটনার তদন্ত শুরু করেছে।” আরও বলেছে, ‘‘সিএএফ বিষয়টি তদন্তের জন্য শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠিয়েছে এবং চিহ্নিত ব্যক্তিরা দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। সিএএফ ম্যাচের সময় ঘটে যাওয়া যে কোনও অপ্রীতিকর আচরণের তীব্র নিন্দা করছে। বিশেষ করে তা যদি রেফারি, দল বা ম্যাচ আয়োজকদের উদ্দেশে করা হয়। সিএএফ আয়োজিতপ্রতিযোগিতায় পেশাদার আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্তব্যবস্থা নেওয়া হবে।’’

নাইজিরিয়ার কাছে হেরে বিদায়ের জন্য আলজিরিয়া যে ভাবে রেফারিংকে দায়ী করেছে, ক্ষুব্ধ সিএএফ। বিবৃতি দিয়েছে, আলজিরিয়ার ফুটবল ফেডারেশন রেফারির সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারে না। অবশ্য আফ্রিকার ফুটবলে এই ধরনের অভিযোগ সাধারণ ঘটনা। হারের পরে দলগুলি এ রকম অভিযোগই করে নিজেদের সমর্থকদের অসন্তোষ ও হতাশা প্রশমিত করার চেষ্টা করে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Africa Cup of Nations AFCON Algeria nigeria

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy