Advertisement
১৬ মে ২০২৪
All England 2020

অল ইংল্যান্ডে সহজ জয় দিয়ে শুরু সিন্ধুর

দুরন্ত: স্ট্রেট গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে সিন্ধু। ফাইল চিত্র

দুরন্ত: স্ট্রেট গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে সিন্ধু। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ০৬:৪২
Share: Save:

অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে শুরুটা ভালই হল পি ভি সিন্ধুর। প্রথম রাউন্ডে মাত্র ৪২ মিনিটে তিনি হারিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের বেইওয়েন ঝ্যাংকে। টুর্নামেন্টে সিন্ধু ষষ্ঠ বাছাই। জিতলেন ২১-১৪, ২১-১৭। প্রথম গেম সিন্ধু একপেশে ভাবে জিতলেও দ্বিতীয় গেমে অবশ্য কিছুটা লড়াই হয়েছে। একটা সময় ফল ছিল ১৬-১৬। ভারতীয় তারকা সেখান থেকে টানা পাঁচটি পয়েন্ট জিতে গেম ও ম্যাচ বার করে ফেলেন।

এই নিয়ে দশ বার সিন্ধু বনাম বেইওয়েন লড়াই হল। ভারতীয় তারকা মোট ছ’বার জিতেছেন। মার্কিন খেলোয়াড় খুব পিছিয়ে নেই। তিনি জিতেছেন চার বার। শেষ বার দু’জনে মুখোমুখি হন কোরিয়া ওপেনে। সেখান কিন্তু তিন গেমে সিন্ধুই হেরে যান। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ভারতীয় তারকাকে এখন হারাতে হবে দক্ষিণ কোরিয়ার সাং জি হিউনকে। এ দিকে, মিক্সড ডাবলসে এ দিন ভারতের প্রণব জেরি চোপড়া-এন সিক্কি রেড্ডি জুটি ১৩-২১, ২১-১১, ১৭-২১ ফলে হেরে গেল চিনা জুটি সি ওয়েই ঝেঙ-ইয়া কিয়ং হুয়াংয়ের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

All England 2020 Badminton PV Sindhu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE