Advertisement
১১ মে ২০২৪
Andre Pirlo

পোর্তোর রক্ষণ ভাঙার পরীক্ষা রোনাল্ডোদের

জুভেন্টাস ম্যানেজার আন্দ্রেয়া পিরলোও বলছেন, ‘‘ফেদেরিকো চিয়েসা প্রথম পর্বের ম্যাচে গুরুত্বপূর্ণ গোলটি করায় আমরা লড়াই করার মতো জায়গায় রয়েছি।

মহড়া: পিরলোর তত্ত্বাবধানে তৈরি হচ্ছেন রোনাল্ডো। সোমবার। রয়টার্স

মহড়া: পিরলোর তত্ত্বাবধানে তৈরি হচ্ছেন রোনাল্ডো। সোমবার। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ০৫:২৮
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে পোর্তোর বিরুদ্ধে জুভেন্টাসের জার্সি গায়ে প্রথম পর্বের ম্যাচে তিনি হাসি মুখে মাঠ ছাড়তে পারেননি। সে দিন জুভেন্টাসের সেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেনাল্টির দাবি শেষ মুহূর্তে নাকচ করেছিলেন রেফারি। জুভেন্টাসও ম্যাচ হেরেছিল ১-২ ফলে। মঙ্গলবার রাতে সেই পোর্তোর বিরুদ্ধেই ঘরের মাঠে হারের মধুর প্রতিশোধ নিয়ে জুভেন্টাসকে কোয়ার্টার ফাইনালে তোলার জন্য রীতিমতো ফুটছেন সি আর সেভেন।

জুভেন্টাস ম্যানেজার আন্দ্রেয়া পিরলোও বলছেন, ‘‘ফেদেরিকো চিয়েসা প্রথম পর্বের ম্যাচে গুরুত্বপূর্ণ গোলটি করায় আমরা লড়াই করার মতো জায়গায় রয়েছি। এ বার মঙ্গলবারের ম্যাচে মনোনিবেশ করে জয় ছিনিয়ে নেওয়ার পালা।’’

যদিও ঘরের মাঠে গত তিন বছরে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে দু’বারই হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে জুভেন্টাস। যার মধ্যে রয়েছে ২০১৭-১৮ মরসুমে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হার। ২০১৮-১৯ মরসুমেও আয়াখসের বিরুদ্ধে ঘরের মাঠে হেরে ছিটকে গিয়েছিল জুভেন্টাস। এ বার তুরিনের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে তার পুনরাবৃত্তি হবে না বলেই
আশাবাদী পিরলো।

কারণটা অবশ্যই গত কয়েক ম্যাচে সেরি আ-তে জুভেন্টাসের পারফরম্যান্স। স্পেজ়িয়াকে ৩-০ হারানোর পরে রবিবার রাতে লাজ়িয়োকে ৩-১ হারিয়েছে পিরলোর ছেলেরা। যে ম্যাচে রোনাল্ডোকে শুরু থেকে খেলাননি জুভেন্টাস ম্যানেজার। উদ্দেশ্য, তরতাজা রোনাল্ডোকে চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিরুদ্ধে যাতে পাওয়া যায়। যে প্রসঙ্গে তিনি ম্যাচের পরে মজা করে বলেন, ‘‘ক্রিশ্চিয়ানো ইতিমধ্যেই ২০ গোল করে ফেলেছে সেরি-আ তে। বাকিদের গোল করতে হবে তো!’’ পরে যোগ করেন, ‘‘পরিকল্পনা করেই রোনাল্ডোকে শুরুতে নামানো হয়নি। পোর্তোর বিরুদ্ধে তরতাজা অবস্থায় চাই ওকে।’’

চোট সারিয়ে ইতিমধ্যেই দলে ফিরেছেন লিয়োনার্দো বোনুচ্চি, হুয়ান কুয়াদ্রাদো, আর্থারেরা। আক্রমণ ভাগে রোনাল্ডোর সঙ্গী হতে পারেন আলভারো মোরাতা। যিনি লাজ়িয়োর বিরুদ্ধে জোড়া গোল করে জুভেন্টাসের জয় আনতে বড় ভূমিকা নিয়েছেন। কিন্তু তার পরেও পাওলো দিবালা ও জর্জে কিয়েল্লিনি চোটের জন্য বাইরে থাকায় কিছুটা হলেও চিন্তা থাকছে পিরলোর। মঙ্গলবার বিপক্ষ যদি রক্ষণের সামনে ডিফেন্ডারদের ভিড় বাড়িয়ে গোলের দরজা বন্ধ করে রাখে? উত্তরে জয়ের জন্য মরিয়া জুভেন্টাস ম্যানেজার বলছেন, ‘‘পোর্তো যদি ওদের রক্ষণের সামনে বাসও দাঁড় করিয়ে দেয়, তা হলে সেটাও অতিক্রম করতে হবে আমাদের। কারণ ম্যাচটা আমাদের জিততেই হবে। এ ছাড়া কোনও রাস্তা খোলা নেই। মঙ্গলবার আমাদের কোনও ভুল করা চলবে না।’’

আগ্রাসী ফুটবল চায় ডর্টমুন্ড: চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের জোড়া গোলের সৌজন্যে সেভিয়াকে ৩-২ হারিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার ঘরের মাঠে সেই সেভিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই হারের ধাক্কা সামলাতে হয়েছে ডর্টমুন্ডকে। সে ম্যাচেও হালান্ড জোড়া গোল করলেও বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে বুন্দেশলিগার ম্যাচে শনিবার ২-৪ হারতে হয়েছে ডর্টমুন্ডকে। তাদের অধিনায়ক মার্কো রয়েস বলছেন, ‘‘বায়ার্নের কাছে বুন্দেশলিগার ম্যাচে হার থেকে শিক্ষা নিয়েছি আমরা। ঘরের মাঠে সেভিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সামনে এগোতে হবে আমাদের। প্রথম পর্বের ম্যাচের মতোই আগ্রাসী মেজাজে খেলতে হবে আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

football Cristiano Ronaldo Juventus Andre Pirlo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE