Advertisement
১৮ মে ২০২৪
Coronavirus

আতঙ্কের ৪৮ ঘণ্টা, করোনা-হানায় ‘আউট’ খেলাই

সতর্ক: মুখাবরণ পরে লখনউ বিমানবন্দরে বিরাট কোহালি। পিটিআই

সতর্ক: মুখাবরণ পরে লখনউ বিমানবন্দরে বিরাট কোহালি। পিটিআই

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০৫:০১
Share: Save:

ক্রিকেট থেকে ফুটবল, গল্‌ফ থেকে টেনিস, ব্যাডমিন্টন। সারা বিশ্বে বন্ধ প্রায় সব খেলা।

ক্রিকেট

• ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত। ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল। ১৫ এপ্রিলের পরে হবে কি না, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত।

• ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় (লখনউ) এবং তৃতীয় (কলকাতা) ওয়ান ডে প্রথমে ফাঁকা স্টেডিয়ামে করার সিদ্ধান্ত, পরে দু’টি ম্যাচই বাতিল।

• শ্রীলঙ্কায় সফররত ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুক্রবার বাতিল।

• অস্ট্রেলিয়ার পেস বোলার কেন রিচার্ডসনের নমুনা পরীক্ষা। যদিও ফল ‘নেগেটিভ’।

• অস্ট্রেলিয়া-নিউজ়িল্যান্ড চলতি ওয়ান ডে সিরিজে সিডনিতে (১৩ ও ১৫ মার্চ), হোবার্টে (২০ মার্চ) ম্যাচ হবে দর্শকশূন্য মাঠে।

• পাকিস্তান ক্রিকেট লিগ দর্শকশূন্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত। তবে বিদেশি ক্রিকেটারেরা যাবেন না।

• ২২ মার্চ থেকে শুরু অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর আপাতত স্থগিত।

ফুটবল

• চেলসির উইঙ্গার ক্যালাম হাডসন-ওডোই করোনা-আক্রান্ত। পুরো চেলসি দলের সকলে বিচ্ছিন্ন থাকছেন পর্যবেক্ষণের জন্য।

• আর্সেনালের কোচ মিকেল আর্তেতা নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’। আর্সেনালের সব খেলোয়াড়, কোচের জন্য সতর্কতা জারি।

• ইংল্যান্ডে ইপিএল-সহ পুরুষ ও মহিলাদের সব ফুটবল ম্যাচ বন্ধ।

• এভার্টনের এক ফুটবলারের উপসর্গ দেখা দেওয়ার পরে প্রথম দলের সব সদস্যকে বিচ্ছিন্ন থাকতে বলা হয়েছে।

• লা লিগায় প্রথমে ফাঁকা স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত, পরে ১২ মার্চ থেকে সব ম্যাচ স্থগিত।

• রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়, যিনি ফুটবল দলের সঙ্গে ট্রেনিং করেন, ‘পজিটিভ’। রিয়ালের ফুটবল দলকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে আগামী মঙ্গলবারের ম্যাচ বাতিল।

• উয়েফা সব ফুটবল বন্ধ রেখেছে। চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচ স্থগিত।

• জুভেন্টাসের এক ফুটবলারের ফল ‘পজিটিভ’। রোনাল্ডো-সহ দলের সব ফুটবলারকে বিচ্ছিন্ন রাখা হয়েছে।

• ফরাসি ফুটবল ফেডারেশনের অধীনে সমস্ত খেলা বন্ধ। এমবাপের পরীক্ষা, কিন্তু ফল নেতিবাচক।

• ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডির পরিবারের এক সদস্যের ফল ‘পজিটিভ’। স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকার সিদ্ধান্ত মেন্ডির।

• ইউরোপা লিগের ম্যাচ বন্ধ।

• বুন্দেশলিগায় ফাঁকা মাঠে ম্যাচ। তবে পুরোপুরি বন্ধের কথা হচ্ছে।

• এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ বন্ধ।

• দক্ষিণ আমেরিকা, এশিয়া-সহ বিভিন্ন বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ স্থগিত।

• চিন, ইরান, জাপান, ভিয়েতনাম, বুলগেরিয়া, রোমানিয়া, পর্তুগাল, পোল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক, আমেরিকায় ফুটবল লিগ বন্ধ।

টেনিস

• ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি পারিবা ওপেন বন্ধ।

• মায়ামি ওপেন (২৪ মার্চ-৫ এপ্রিল) বন্ধ।

• এটিপি, ডব্লিউটিএ পরিচালিত প্রায় সব ম্যাচ আপাতত বাতিল।

• ডেভিস কাপের প্রায় সব ম্যাচ বন্ধ।

• ফেড কাপ ফাইনাল্‌স, প্লে-অফ স্থগিত। এশিয়া-ওশেনিয়া গ্রুপের ম্যাচ চিন থেকে দুবাইয়ে স্থানান্তরিত। তবে ভবিষ্যৎ অনিশ্চিত।

• এটিপি চ্যালেঞ্জারের সব ম্যাচ হয় বাতিল নয় আপাতত স্থগিত।

ব্যাডমিন্টন

• চিন মাস্টার্স পিছিয়ে গিয়েছে।

• অন্যত্র অন্তত পাঁচটি টুর্নামেন্ট স্থগিত অথবা পিছিয়ে গিয়েছে।

• অল ইংল্যান্ড চলছে কিন্তু প্রশ্ন তুলেছেন খেলোয়াড়রাই।

শুটিং

• নয়াদিল্লিতে বিশ্বকাপ মার্চ থেকে মে-জুনে পিছিয়ে দেওয়া হয়েছে।

• টোকিয়োতে অলিম্পিক্সের টেস্ট ইভেন্ট বাতিল।

জিমন্যাস্টিক্স

• দোহায় আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের বিশ্বকাপ মার্চ থেকে জুনে পিছিয়েছে।

• ২০-২২ মার্চ জার্মানিতে অলরাউন্ড বিশ্বকাপ বাতিল।

• এপ্রিলের শুরুতে ইটালিতে রিদমিক বিশ্বকাপ বাতিল।

• এপ্রিলের শুরুতে টোকিয়োতে আর একটি অলরাউন্ড বিশ্বকাপ বন্ধ।

• ইটালিতে ট্রাম্পোলিন বিশ্বকাপ বাতিল।

বক্সিং

• এশিয়া-ওশেনিয়া অলিম্পিক কোয়ালিফায়ার চিন থেকে সরিয়ে জর্ডানে নিয়ে যাওয়া হয়েছে।

• বুয়েনস আইরেসে আমেরিকার অলিম্পিক কোয়ালিফায়ার বাতিল।

• ১৭-২০ জুন জার্মানির কোলনে বিশ্বকাপ বাতিল।

বাস্কেটবল

• এনবিএ ১১ মার্চ থেকে বন্ধ।

• সারা বিশ্বে অন্তত ১১টি প্রধান ইভেন্ট স্থগিত অথবা বাতিল।

গল্‌ফ

• ইউ এস পিজিএ ট্যুর-সহ প্রায় সব আন্তর্জাতিক টুর্নামেন্ট স্থগিত।

• ১৯-২২ মার্চ নয়াদিল্লিতে ইন্ডিয়ান ওপেন আপাতত স্থগিত।

স্কিইং

• বিশ্ব জুড়ে অন্তত ১৬টি ইভেন্ট হয় বাতিল নয়তো স্থগিত।

ট্রায়াথলন

• ৭ মার্চ থেকে আবু ধাবি ওয়ার্ল্ড সিরিজ পিছিয়ে দেওয়া হচ্ছে।

• ২২ মার্চ থেকে বিশ্বকাপ স্থগিত।

• অলিম্পিক্সের মিক্সড রিলে কোয়ালিফায়ার চিন থেকে স্পেনের ভ্যালেন্সিয়ায় স্থানান্তরিত।

• একাধিক বিশ্বকাপ ইভেন্ট স্থগিত।

• এশিয়ান কাপ ছিল চিনে। বাতিল।

ভারোত্তোলন

• উজ়বেকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাতিল।

• সোলে ইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়া হয়েছে।

• রোমানিয়া, বুখারেস্টে জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপ বাতিল।

• আফ্রিকান চ্যাম্পিয়নশিপ, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ স্থগিত।

টেবল টেনিস

• দক্ষিণ কোরিয়ার বুসানে মে-জুনে বিশ্ব টিম চ্যাম্পিয়নশিপ পিছিয়েছে।

• ২১-২৬ এপ্রিল জাপান ওপেন বাতিল।

• ১৬-২১ জুন বুসানে দক্ষিণ কোরিয়া ওপেন বাতিল।

• ২৩-২৮ জুন অস্ট্রেলীয় ওপেন বন্ধ।

সাঁতার

• কাজ়াখস্তানে এশিয়ান ওয়াটারপোলো চ্যাম্পিয়নশিপ বন্ধ।

মাদ্রিদে ডাইভিং গ্রঁ প্রি বন্ধ।

• ১৭-২১ ইটালিতে অলিম্পিক্স ট্রায়াল বাতিল।

• ২৫-২৯ মার্চ আর্জেন্টিনার বুয়েনস আইরেসে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ বাতিল।

• চিনে অলিম্পিক্সের ট্রায়াল পিছিয়ে দেওয়া হয়েছে মে পর্যন্ত।

• ডারবানে আফ্রিকান চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়া হয়েছে।

রেসিং

• অস্ট্রেলিয়া, বাহরিন, চিনে ফর্মুলা- ওয়ান বাতিল।

• তিনটি দেশে ফর্মুলা-ই বাতিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Sports Cricket Football India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE