Advertisement
২৭ জুলাই ২০২৪

মোরাতার মতে কন্তেই সেরা

বৃহস্পতিবারই লস অ্যাঞ্জেলিস থেকে লন্ডন উড়ে এসেছেন মোরাতা। শুক্রবার মিডিয়াকে এই স্প্যানিশ খেলোয়াড় বলেন, ‘‘চেলসি হল সেরা ক্লাব। আর আন্তোনিও কন্তে এই মুহূর্তে বিশ্বের সেরা কোচদের একজন।

নবাগত: চেলসিতে এসে গেলেন নতুন ভরসা আলভারো মোরাতা।

নবাগত: চেলসিতে এসে গেলেন নতুন ভরসা আলভারো মোরাতা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ০৩:৪১
Share: Save:

লন্ডনে পা দেওয়ার পর চব্বিশ ঘণ্টাও কাটেনি। এর মধ্যেই চেলসিকে ‘সেরা ক্লাব’ বলে দিলেন ‘ব্লু আর্মি’-র নবাগত স্প্যানিশ তারকা আলবারো মোরাতা। একই সঙ্গে চেলসি কোচ আন্তোনিও কন্তে-কেও ‘সেরা কোচ’ বলছেন রিয়াল মাদ্রিদ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে আসা এই ফরোয়ার্ড।

বৃহস্পতিবারই লস অ্যাঞ্জেলিস থেকে লন্ডন উড়ে এসেছেন মোরাতা। শুক্রবার মিডিয়াকে এই স্প্যানিশ খেলোয়াড় বলেন, ‘‘চেলসি হল সেরা ক্লাব। আর আন্তোনিও কন্তে এই মুহূর্তে বিশ্বের সেরা কোচদের একজন। সেই কোচের অধীনে ফের খেলতে পারব ভাবলেই দারুণ লাগছে। আর কে না জানে বিশ্বের অন্যতম সেরা লিগের মধ্যে একটা ইংলিশ প্রিমিয়ার লিগ।’’ মোরপাতা সঙ্গে এটাও বলে দেন, ‘‘এ বার মাঠে নেমে অনুশীলনে কোনও ঘাটতি রাখতে চাই না। কারণ জানি, তা হলেই গোল করার দক্ষতা বাড়বে। উপকৃত হবে আমার ক্লাব চেলসি।’’

মোরাতার প্রিয় কোচ কন্তে অবশ্য এই মুহূর্তে দলবল নিয়ে প্রাক-মরসুম প্রস্তুতি শিবিরে করতে গিয়েছেন চিনে। শুক্রবার বেজিং-এর অলিম্পিক্স স্টেডিয়াম বার্ড’স নেস্ট’-এ অনুশীলনের পর কন্তেও মোরাতা সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন। চেলসি কোচের কথায়, ‘‘দলের জন্য মোরাতা একটা সম্পদ। নতুন মরসুমের জন্য দলে মোরাতা সব সময়েই প্রথম পছন্দ ছিল আমাদের। কারণ য়ুভেন্তাস, রিয়াল মাদ্রিদে খেলে আসার ফলে ও অভিজ্ঞ। লম্বা লিগ সম্পর্কেও ধারণা রয়েছে। পাশাপাশি রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতাও।’’

আরও পড়ুন:

৩৪ বছর পর কপিলের লর্ডসে তেরঙা ওড়ানোর অপেক্ষায় উইমেন ইন ব্লু

২০১৪ সালে মোরাতাকে য়ুভেন্তাসে নিয়ে গিয়েছিলেন কন্তে-ই। ফলে দু’জনের পুরনো সম্পর্ক বেশ ভাল। গত মরসুমে বেল, বেঞ্জিমা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ভিড়েও ৪৩ ম্যাচে ২০ গোল করেছিলেন মোরাতা। মরসুম শেষ হওয়ার পর মোরাতা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যেতে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টার রোমেলু লুকাকু-কে পেয়ে যাওয়ায় মোরাতাকে তুলে নেয় চেলসি। মোরাতা স্ট্যামফোর্ড ব্রিজে চলে আসার অর্থ চেলসিতে শেষ দিয়েগো কোস্তার ইনিংস। যার সম্পর্কে জানতে চাইলে বেজিং-এ প্রথমে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি চেলসি কোচ কন্তে। পরে অবশ্য কন্তে বলে যান, ‘‘আমার দলের সঙ্গে যে ফুটবলার এই মুহূর্তে জড়িত নয়, তাকে নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। কোস্তা এপিসোড এখন শেষ।’’

মোরাতাকে পেয়ে উচ্ছ্বসিত চেলসি কর্তারাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE