প্রত্যাশা মতই জাপানের ক্লাবে চুক্তি সেরে ফেললেন আন্দ্রে ইনিয়েস্তা। গত সপ্তাহেই বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছিলেন। তাঁকে রাজকীয় বিদায় জানিয়েছে ক্লাব। শেষ ম্যাচে জয় আর লা লিগা জিতেই বার্সার সহ্গে এতদিনেক সম্পর্ক ছেদ করলেন মাঝ মাঠের এই শিল্পি। আগে থেকেই ঘোষণা করে দিয়েছিলেন এটাই তাঁর শেষ বার্সেলোনার হয়ে খেলা মরসুম। এমনকী তিনি আর বার্সেলোনার বিরুদ্ধেও খেলবেন না। কয়েকদিনের মধ্যেই পরের ভাগ্য নির্ধারিত করে ফেললেন ইনিয়েস্তা। সই করলেন জাপানের ক্লাবে।
এ বার তিনি ভেসেল কোবের হয়ে জে লিগ খেলবেন। বৃহস্পতিবার ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ইনিয়েস্তা জানিয়ে দিলেন, এটা তাঁর জন্য খুব বিশেষ দিন। তিনি বলেন, ‘‘আমার কাছে অনেক অফার ছিল। অন্য ক্লাবও আমাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল।’’ এই ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি করলেন তিনি। বার্ষিক স্যালারি তিন কোটি ডলার। আর এটা জে লিগের রেকর্ড বুকে ঢুকে পড়ল।
ইনিয়েস্তা বলেন, ‘‘অনেক অফার থাকলেও আমি ভেসেল কোবেকে বেছে নিয়েছি কারণ ওদের পরিকল্পনা আমার ভাল লেগেছে। আর ওরা আমার প্রতি অনেক বিশ্বাস আর আস্থা দেখিয়েছে। এটা সব থেকে বড় কারণ।’’ ইনিয়েস্তার ঝুলিতে রয়েছে ৩২টি মেজর ট্রফি। বার্সেলোনার হয়ে ৬৭৪টি ম্যাচ খেলেছেন। তাঁর বিখ্যাত ৮ নম্বর জার্সিও ফিরে পেয়েছেন ভেসেলে। ক্লাবের মালিক মিকিতানি বলেন, ‘‘আমার বিশ্বাস ইনিয়েস্তার লিডারশিপ শুধু ভেসেল কোবেকে না গোটা জাপান ফুটবলের উন্নতিতে কাজে লাগবে।’’
আরও পড়ুন এশিয়াড শিবিরে ফিরলেন তিন ফোগত বোন
আরও পড়ুন এশিয়াড শিবিরে ফিরলেন তিন ফোগত বোন契約書にサインし、ユニフォームをお披露目!世界最高峰のがJリーグへやって来ました🇪🇸🇯🇵イニエスタ 選手 ヴィッセル神戸 _Jリーグ Jリーグ (_)
契約書にサインし、
— Jリーグ (@J_League) May 24, 2018
ユニフォームをお披露目!
世界最高峰のMFがJリーグへやって来ました🇪🇸🇯🇵#イニエスタ 選手 @andresiniesta8 #ヴィッセル神戸 @vissel_kobe#Jリーグ #jleague pic.twitter.com/NrhdMRdD2B
আরও পড়ুন এশিয়াড শিবিরে ফিরলেন তিন ফোগত বোন Jリーグ (_)