উইম্বলডন থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারে। বুধবার কোয়ার্টার ফাইনালে অনামী আমেরিকান টেনিস খেলোয়াড় স্যাম কুয়েরির কাছে হেরে গেলেন চলতি উইম্বলডনের প্রথম বাছাই মারে। পাঁচ সেটের ম্যাচে এ দিন মারের বিপক্ষে খেলার ফল ছিল ৬-৩, ৪-৬, ৭-৬(৭-৪), ১-৬, ১-৬।
কুয়েরির কাছে হেরে গেলেও দিনের শুরুটা কিন্তু ভালই হয়েছিল অ্যান্ডি মারের জন্য। সেন্টার কোর্টে ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য ছিল মারে সমর্থকদের।
আবার পড়ুন: ভারতীয় দলের বোলিং কোচ জাহিরকে শুভেচ্ছা তাঁর সতীর্থদের