স্প্রিন্টার অনিমেষ কুজুর, অভিজ্ঞ জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানি, লংজাম্পার মুরলী শ্রীশঙ্কর প্রত্যাশা অনুযায়ী সোনা জিতলেন ভারতে আয়োজিত প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল টুর প্রতিযোগিতায়।
ওড়িশায় আয়োজিত এই প্রতিযোগিতায় নজর কেড়ে নেন ২২ বছর বয়সি অনিমেষ। তিনি ২০০ মিটারে সোনা জেতেন ২০.৭৭ সেকেন্ড সময় করে। ১০০ (১০.১৮ মিটার) ও ২০০ (২০.৩২ সেকেন্ড) মিটারে জাতীয় রেকর্ড রয়েছে অনিমেষের দখলে। জয়ের পরে অনিমেষ তাঁর আদর্শ ইউসেইন বোল্টের অনুকরণ করে উৎসবও করেন। শ্রীশঙ্কর সোনা পান ৮.১৩ মিটার লাফিয়ে।
এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন অন্নু রানি জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন ৬২.০১ মিটার ছুড়ে। ফলে তাঁর বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জনের সম্ভাবনা আরও বাড়ল। সেপ্টেম্বরে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
তবে পুরুষদের বিভাগে ভারতীয় জ্যাভলিন থ্রোয়াররা হতাশ করেছেন। সোনা জেতেন শ্রীলঙ্কার রমেশ তরঙ্গা পাতিরাগে। তিনি ৮৬.৫০ মিটার ছুড়ে সরাসরি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও যোগ্যতা অর্জন করলেন।
ভারতের ২০ বছর বয়সি শিবম লোহাকারে রুপো জেতেন ৮০.৭৩ মিটার ছুড়ে। গত মাসে তিনি পুণেতে ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স মিটে ৮০.৯৫ মিটার ছুড়েছিলেন। এ ছাড়া শ্রীলঙ্কারইসুমেধা রণসিংহে যিনি ইতিমধ্যেই বিশ্ব অ্যাথলেটিক্সচ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছেন, পান তৃতীয় স্থান। তিনি ছোড়েন ৮০.৬৫ মিটার। ভারতের রোহিত যাদব (৮০.৩৫ মিটার) ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী সচিন যাদব (৭৯.৮০ মিটার) পান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)