Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Wrestler

Antim Panghal: ইতিহাস অন্তিমের, প্রথম মহিলা কুস্তিগির হিসাবে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা

অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে আগে কোনও দিন সোনা জেতেনি ভারত। সেই অভাব মেটালেন অন্তিম পঙ্ঘাল।

সোনা জিতলেন অন্তিম

সোনা জিতলেন অন্তিম ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ২৩:০৬
Share: Save:

ইতিহাস তৈরি করলেন অন্তিম পঙ্ঘাল। ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তিতে সোনা জিতলেন তিনি। বুলগেরিয়ার সোফিয়াতে চলা এই প্রতিযোগিতায় শুক্রবার ফাইনালে কাজাখস্তানের অটলিন শাগায়েভাকে ৮-০ পয়েন্টে হারিয়ে সোনা জিতলেন অন্তিম। এই প্রতিযোগিতায় আগে কোনও দিন সোনা জেতেনি ভারত।

প্রথম থেকেই ছন্দে ছিলেন ভারতের এই মহিলা কুস্তিগির। প্রথম রাউন্ডে তিনি জার্মানির আমেরি অলিভিয়াকে হারান। তার পর ইউরোপীয় চ্যাম্পিয়ন অলিভিয়া আনড্রিখকে হারিয়েছেন। জাপানের শক্তিশালী কুস্তিগির আয়াকা কিমুরার উপর দাপট দেখিয়েছেন। একমাত্র অন্তিমের বিরুদ্ধে সামান্য লড়াই দিয়েছিলেন ইউক্রেনের নাতালি ক্লিভচুৎস্কা। তিনিও ১১-২ পয়েন্টে হারেন। এই প্রতিযোগিতায় মহিলারা দু’টি পদক জিতেছেন। এ দিন সোনম মালিক এবং প্রিয়ঙ্কা যথাক্রমে ৬২ কেজি এবং ৬৫ কেজি বিভাগের ফাইনালে হেরে রুপো পেয়েছেন। না হলে ভারতের ঘরে আরও সোনা আসার কথা ছিল।

পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারত সাতটি পদক জিতেছে। তার মধ্যে ছ’টি ব্রোঞ্জ এবং একটি রুপো রয়েছে। পদকতালিকায় তৃতীয় স্থানে শেষ করেছেন ভারত। মহিলাদের বিভাগে একটি সোনা ছাড়াও তিনটি রুপো এবং একটি ব্রোঞ্জ জিতেছে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE