আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনা এখনও দগদগে। এর মাঝেই কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে লেকটাউনের একটি বিরিয়ানির দোকানে আগুন লেগে যায়। দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ওই দোকানের চিমনিতে আগুন দেখা যায়। কালো গাঢ় ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। আতঙ্কিত হয়ে দোকানের কর্মী ও ক্রেতারা বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। আশেপাশের অঞ্চল খালি করে তিনটি ইঞ্জিন আগুন নেবানোর কাজ শুরু করে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে খবর, দোকানের ভিতরে কেউ আটকে আছেন কি না তা দেখার পরে আগুন নেবানোর কাজ শুরু হয়েছিল। কোনও হতাহতের খবর নেই। তবে দোকানে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি রাতে আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৬ জানুয়ারি সকাল পর্যন্তও সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। অবশেষে ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সেই ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬। যদিও সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাণ হারিয়েছেন ২১ জন। ধ্বংসস্তূপ থেকে অন্তত ১৩ জনের দেহ মিলেছে। পাশাপাশি, ২৮ জন নিখোঁজ হয়েছেন বলে থানায় ডায়েরি করা হয়েছে। এই পরিস্থিতিতে ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।