Advertisement
২৫ এপ্রিল ২০২৪
virat kohli

শক্তির স্তম্ভ অনুষ্কা, বলছেন কোহালি

ইংল্যান্ডে ব্যর্থতার পরেই অস্ট্রেলিয়া সফরে মিচেল জনসনদের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে অবিশ্বাস্য ৬৯৭ রান করেন।

প্রস্তুতি: আমদাবাদের নতুন স্টেডিয়ামের  জিমে বিরাট, হার্দিকেরা। টুইটার

প্রস্তুতি: আমদাবাদের নতুন স্টেডিয়ামের জিমে বিরাট, হার্দিকেরা। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৪৯
Share: Save:

বিরাট কোহালির জীবনে ‘শক্তির স্তম্ভ’ তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। ক্রিকেট ধারাভাষ্যকার মার্ক নিকোলাসের পডকাস্টে নিজেই জানালেন এ’কথা। এই অনুষ্ঠানেই বিরাট বলছিলেন, কী ভাবে ২০১৪-র ইংল্যান্ড সফর তাঁর জীবনে দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছিল। সেই সফরে ভারত-অধিনায়ক পাঁচ টেস্টে করেছিলেন মাত্র ১৩৪ রান। তখন তিনি এতটাই মানসিক অবসাদে ভুগেছিলেন যে, নিজেকে বিশ্বের সব চেয়ে নিঃসঙ্গ মানুষ ভাবতেন।


ইংল্যান্ডে ব্যর্থতার পরেই অস্ট্রেলিয়া সফরে মিচেল জনসনদের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে অবিশ্বাস্য ৬৯৭ রান করেন। যার মধ্যে ছিল চারটি সেঞ্চুরি। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান জানাচ্ছেন, কী ভাবে স্ত্রী অনুষ্কার সঙ্গে খোলাখুলি আলোচনা করে মানসিক জটিলতা থেকে বেরিয়ে আসতে পারেন। ‘‘অনুষ্কার সঙ্গে প্রাণ খুলে প্রচুর কথা বলেছিলাম। আলোচনা করেছিলাম, কী ভাবে সব ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। অনুষ্কা আমার শক্তির স্তম্ভ। তার একটা কারণ ও নিজেই এমন একটা উচ্চতায় পৌঁছেছে যেখানে নানা ধরনের নেতিবাচক ব্যাপারের মুখোমুখি হতে হয়। ও যেমন আমার দিকটা বোঝে, তেমন আমি বুঝতে পারি ওর দিকটা।’’


কোহালি যোগ করেছেন, ‘‘আমি কী ভাবছি, কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা বোঝার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। জানি না অনুষ্কা আমার জীবনে না এলে, জীবনের কঠিন পরিস্থিতিগুলো সামলাতে পারতাম কি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cricket virat kohli anushka sharma Captain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE