Advertisement
০৪ মে ২০২৪

আনোয়ার এই মরসুমে আই লিগেই

আইএসএলে এ বার মুম্বই দলে খেলা হচ্ছে না আনোয়ারের। এ বছর চণ্ডীগড়ের প্রতিশ্রুতিমান তারকা খেলবেন আই লিগেই।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ০৪:৪১
Share: Save:

আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের বিরুদ্ধে চমকপ্রদ জয়ের অন্যতম নায়ক আনোয়ার আলির ফ্রি কিকে করা সেই দুর্দান্ত গোলের পর তাঁকে নিয়ে দেশজুড়ে হইচই প়ড়ে গিয়েছিল। এরপর মুম্বই সিটি এফ সি তাঁকে সই করিয়েছিল বড় অঙ্কের টাকায়।

কিন্তু আইএসএলে এ বার মুম্বই দলে খেলা হচ্ছে না আনোয়ারের। এ বছর চণ্ডীগড়ের প্রতিশ্রুতিমান তারকা খেলবেন আই লিগেই। ইন্ডিয়ান অ্যারোজের জার্সিতে। আনোয়ারের মতোই আইএসএলের বিভিন্ন ক্লাবে সই করা জাতীয় যুব দলের অনিকেত যাদব, আমন ছেত্রী, সাহিল পানওয়ারেদেরও খেলতে হবে আই লিগেই। ফেডারেশন সচিব কুশল দাশ সোমবার দিল্লি থেকে ফোনে বলে দিলেন, ‘‘অন্য ক্লাবে সই করার সময় সব ফুটবলারকেই শর্ত দেওয়া আছে যে এ বছর অ্যারোজেই খেলতে হবে। লিয়েনে ওরা চলে আসবে। পরের মরসুমে ওরা খেলতে পারবে ক্লাবে। যে যুব দল স্পেনে গিয়ে আর্জেন্টিনাকে হারিয়েছিল ওই দলের সব ছেলেই
খেলবে অ্যারোজে।’’ ফেডারেশনের দল অ্যারোজ ছাড়াও ইস্টবেঙ্গল, মোহনবাগান, মিনার্ভা পঞ্জাব, শিলং লাজং-সহ মোট দশটি দল নিয়ে হবে আই লিগ। এ দিকে চিনে ম্যাচ খেলার পাশাপাশি সুনীল ছেত্রীদের এ এফ সি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য নভেম্বরে আরও কয়েকটি ফিফা নথিভুক্ত ম্যাচ খেলাতে চায় ফেডারেশন। চেষ্টা চলছে জর্ডন, সৌদি আরব, প্যালেস্তাইনের সঙ্গে ম্যাচ খেলার। ‘‘চেষ্টা করছি আরও দু’তিনটি ম্যাচ খেলার, সেটা ভারতেই করতে চায় ফেডারেশন।’’ বলে দেন কুশল। এ দিকে আজ মঙ্গলবার রাতে স্পেনে প্রাক টুর্নামেন্ট প্রস্তুতি নিতে যাচ্ছে আইএসএলের ক্লাব এটিকে। সেখানে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন দেবজিৎ মজুমদার, প্রবীর দাশ, অর্ণব মণ্ডলরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football আনোয়ার আলি Anwar Ali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE