আরবাজ খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
ক্রিকেট জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে বিস্ফোরক দাবি করলেন সলমন খানের ভাই আরবাজ খান। আইপিএল বেটিংয়ে যুক্ত থাকার অভিযোগে গত শুক্রবার তাঁকে সমন পাঠায় ঠাণে পুলিশ। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেখানে গিয়ে আরবাজ স্বীকার করেছেন, ‘‘আইপিএল বেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম।’’
গত পাঁচ বছর ধরে বুকি সোনু জালানের সঙ্গে যোগাযোগ ছিল বলে জেরায় জানিয়েছেন আরবাজ। সোনু যোগেন্দ্র জালান ওরফে সোনু মালাড নামে কুখ্যাত এক ক্রিকেট জুয়াড়িকে গত ১৫ মে গ্রেফতার করে ঠাণে পুলিশ। তোলাবাজি-বিরোধী সেলের সিনিয়র ইনস্পেক্টর প্রদীপ শর্মা জানান, সোনুকে জেরার পরে তার সঙ্গে আরবাজের যোগসূত্র মিলেছে। তার ভিত্তিতেই অভিযোগ উঠেছে যে, আইপিএল-জুয়ায় সোনুর কাছে ২ কোটি ৮০ লক্ষ টাকা হেরেছিলেন আরবাজ। টাকা মেটাতে দেরি করায় সোনু হুমকি দেয় আরবাজকে।
ঠাণের ডোম্বিভলী থেকে বেটিং-চক্র চালায় সোনু। দাউদ ইব্রাহিমের দলের সঙ্গে তার যোগ রয়েছে বলে মনে করা হয়। ২০১২ সালে আইপিএল-জুয়ার অভিযোগে সোনুকে ধরেছিল মুম্বই পুলিশ। ২০১৩-র আইপিএলে গড়াপেটার তদন্তে গ্রেফতার হন ক্রিকেটার শ্রীসন্ত থেকে অভিনেতা বিন্দু দারা সিংহ। অভিযোগ, সে বারও জুয়ার অন্যতম পাণ্ডা ছিল সোনু।
আরও পড়ুন মেসি নেমারের গোলে অন্নসংস্থান দশ হাজার শিশুর
আরও পড়ুন মেসি নেমারের গোলে অন্নসংস্থান দশ হাজার শিশুর
#WATCH: Actor-producer Arbaz Khan appears before Thane Anti-Extortion Cell, he was summoned in connection with probe of an IPL betting case. #Maharashtra pic.twitter.com/Yw5tmloxud
— ANI (@ANI) June 2, 2018
আরও পড়ুন মেসি নেমারের গোলে অন্নসংস্থান দশ হাজার শিশুর
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy