Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্যারাগুয়েকে উড়িয়ে কোপা-স্বপ্নের আরও কাছে আর্জেন্তিনা

দু’দিন আগেই এই কন্সেপসিওর মাঠেই ব্রাজিলের কোপা স্বপ্ন শেষ হয়েছিল। প্যারাগুয়ের বিরুদ্ধে ফের মুখ থুবড়ে পড়েছিল দুঙ্গার ব্রাজিল। সেই এক মাঠ। সেই এক প্রতিপক্ষ। কিন্তু আর্জেন্তিনার জন্য ছবিটা ঠিক অন্য রকম দাঁড়াল। লা অ্যালবিসেলেস্তারা প্রমাণ করল কেন তাদের ফরোয়ার্ড লাইন বিশ্বফুটবলের অন্যতম সেরা।

জয়ের পরে আর্জেন্তিনার উচ্ছ্বাস। ছবি: এএফপি।

জয়ের পরে আর্জেন্তিনার উচ্ছ্বাস। ছবি: এএফপি।

সোহম দে
কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ১০:৪১
Share: Save:

দু’দিন আগেই এই কন্সেপসিওর মাঠেই ব্রাজিলের কোপা স্বপ্ন শেষ হয়েছিল। প্যারাগুয়ের বিরুদ্ধে ফের মুখ থুবড়ে পড়েছিল দুঙ্গার ব্রাজিল। সেই এক মাঠ। সেই এক প্রতিপক্ষ। কিন্তু আর্জেন্তিনার জন্য ছবিটা ঠিক অন্য রকম দাঁড়াল। লা অ্যালবিসেলেস্তারা প্রমাণ করল কেন তাদের ফরোয়ার্ড লাইন বিশ্বফুটবলের অন্যতম সেরা। কেন তাদের ফরোয়ার্ড লাইন যে কোনও বিপক্ষ রক্ষণ কাঁপিয়ে দিতে পারে। কোপা আমেরিকা জেতার দিকে আরও এক ধাপ এগিয়ে প্যারাগুয়েকে ৬-১ উড়িয়ে ফাইনালে উঠল আর্জে‌ন্তিনা। চিলিকে আগাম সতর্কবার্তা পাঠিয়ে দিল যে তাদের ঘরের মাঠে ট্রফি তোলার স্বপ্ন শেষ করতে তৈরি জেরার্দো মার্টিনোর দল।

গোটা টুর্নামেন্টেই আর্জেন্তিনার বিরুদ্ধে বিশেষজ্ঞদের মত ছিল ব্যক্তিগত প্রতিভা অনেক হলেও দল হিসাবে ভাল খেলতে পারছে না। যে কারণে আক্রমণ তৈরি করেও গোল আসছে না। প্যারাগুয়ের বিরুদ্ধেও প্রথম দশ মিনিট সে রকম হল। আক্রমণাত্মক মেজাজেই শুরু করলেও গোল এল না আর্জেন্তিনার। মেসি-দি’মারিয়া-আগেরো-পাস্তোরের ফরোয়ার্ড লাইন স্বাভাবিক ভাবেই বল দখলে দাপট রেখেও ফাইনাল থার্ডে সু্যোগ নষ্ট করে‌ন। জাবালেতার পাসে ভাল সু্যোগ পেয়েও পাস্তোরে শট গোলে রাখতে পারেননি। পাশাপাশি প্যারাগুয়েও গুটিয়ে না থেকে আক্রমণ তৈরি করে। রোকে সান্তা ত্রুজের মতো সেন্টার ফরোয়ার্ড থাকায় স্বাভাবিক ভাবেই সু্যোগ তৈরি হয়। তবে পনেরো মিনিটে ছবি পাল্টায়। গ্রুপের প্রথম ম্যাচের মতোই ফের প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ এগোয় আর্জেন্তিনা। মেসির ‌নেওয়া ফ্রি-কিক থেকে মার্কোস রোখো গোল করেন। তার কিছুক্ষণ পরেই ব্যবধান বাড়ায় আর্জে‌ন্তিনা। সেই মেসির পাসেই পাস্তোরের দুর্দান্ত ফি‌নিশে ২-০ হয়। বিরতির আগে প্যারাগুয়েও অবশ্য গোল পায়। রোকে সান্তা ক্রজ চোট পাওয়ায় তাঁর পরিবর্তে নামা লুকাস ব্যারিওস গোল করেন। যে গোলের পরে আশঙ্কা করা হয় আবার হয়তো গ্রুপের ম্যাচের মতো হতে চলেছে। প্যারাগুয়ে আবার হয়তো ০-২ পিছিয়ে পড়ে ২-২ করবে। কিন্তু এ দিনের আর্জেন্তিনা বদ্ধপরিকর ছিল সে দি‌নের ছবি যাতে ফিরে না আসে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচ এক তরফা ল‌ড়াইয়ে পরিণত হয়। পাস্তোরের পাসে দি’মারিয়া ৩-১ করেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব মরসুমে খুব ভাল না খেলতে পারলেও কোপা আমেরিকায় চেনা মেজাজেই ধরা পড়েছেন দি’মারিয়া। গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। মঙ্গলবার রাতেও তাই হল। এক গোল করেই সন্তুষ্ট থাকেননি দি’মারিয়া। ৫৩ মিনিটে দি’মারিয়ার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে আর্জেন্তিনা। কিন্তু গোলের মহড়া ওখানেই শেষ হয় না। মেসি-দি’মারিয়ার কম্বিনেশনে পাঁচ নম্বর গোলটাও আসে। মেসি থেকে পাস পেয়ে দি’মারিয়া ক্রস দেন আগেরোকে। যাঁর হেড গিয়ে জালে জড়ায়। যা দেখে মনে হয় আগাম ফাইনালের ওয়ার্ম আপ সেরে রাখছে মার্টিনোর দল। মেসি গোলের তালিকায় না থাকলেও গোটা ম্যাচের গতি ‌নিয়ন্ত্রণ করে গেলেন। একের পর এক সু্যোগ তৈরি করে গেলেন। ছয় নম্বর গোলটাও আসল এল‌এম টেনের লড়াকু মা‌নসিকতার সৌজন্যেই। এভার বানেগার সঙ্গে ওয়াল খেলে প্যারাগুয়ে ডিফেন্সের ভিড়ের মধ্যেও ইগুয়াইনকে বল বাড়ান মেসি। নাপোলি স্ট্রাইকারের দুর্দান্ত ফিনিশের সাহায্যে হাফ ডজন গোল করে আর্জেন্তিনা।

এমনিতেই আর্জেন্তিনার বিরুদ্ধে প্যারাগুয়ের রেকর্ড খুব খারাপ। শেষ ১০৯ ম্যাচে ৫৮-টায় জয় পেয়েছে আর্জেন্তিনা। সেই পয়া দলের বিরুদ্ধে আবার ফর্ম ফিরে পেল আর্জে‌ন্তিনা। ধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে উঠে অবশেষে সবাই দেখল কেন আর্জেন্তিনাকে অন্যতম ফেভারিট বলা হচ্ছিল।

এই সংক্রান্ত আরও:

কোপা আমেরিকা এক নতুন মেসির জন্ম দিয়েছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE