Advertisement
০৫ মে ২০২৪

সাবেয়ার সেই এক মন্ত্র, জয় বাবা মেসি

অ্যাল্পাইন মেসি এবং তাঁর চ্যালেঞ্জ নিয়ে একটাও প্রশ্ন হল না। আলেজান্দ্রো সাবেয়ার সাংবাদিক সম্মেলন মানেই এখন হয়ে দাঁড়িয়েছে, টিম কেন ভাল খেলছে না? মেসি নিয়ে তিনি কী ভাবছেন? মেসির সঙ্গে তাঁর ঝগড়া চলছে কি না? সোমবারের এরিনা সাও পাওলো এতটুকু ব্যতিক্রমী ছিল না।

গৌতম ভট্টাচার্য
সাও পাওলো শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ০৩:১৭
Share: Save:

অ্যাল্পাইন মেসি এবং তাঁর চ্যালেঞ্জ নিয়ে একটাও প্রশ্ন হল না। আলেজান্দ্রো সাবেয়ার সাংবাদিক সম্মেলন মানেই এখন হয়ে দাঁড়িয়েছে, টিম কেন ভাল খেলছে না? মেসি নিয়ে তিনি কী ভাবছেন? মেসির সঙ্গে তাঁর ঝগড়া চলছে কি না? সোমবারের এরিনা সাও পাওলো এতটুকু ব্যতিক্রমী ছিল না।

প্রশ্ন: এ বার তো এমন একটা অবস্থায় আপনারা এসে গিয়েছেন যেখানে হেরে গেলে বিদায়। বা গোল করতে না পারলে টাইব্রেকার। নকআউট পর্বের জন্য ছেলেদের মানসিকতা কি আরও তাগড়াই করা দরকার নেই?
সাবেয়া: সে তো আছেই। মানুষের মন যদি একটা মাস্ল হয় তো আমার মতে সেটা হল, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস্ল। ওই যে বলে না, এক গ্রাম মস্তিষ্কের কষও সারা শরীরের শক্তির চেয়ে বেশি দামি! তবে নকআউট পর্বে মননের টাফনেসের সঙ্গে শক্তিটাও ভরপুর চাই। এই পর্যায় ম্যাচ অতিরিক্ত সময়ে চলে যেতে পারে। তার পর টাইব্রেকার হতে পারে। সে দিন ব্রাজিল ম্যাচটা টিভিতে দেখছিলাম। কী পরিমাণ শক্তি দরকার ওই অবধি রিজার্ভে রেখে দেওয়ার জন্য!

প্র: বোঝা গেল। কিন্তু আপনার টিম কি এত কড়া চ্যালেঞ্জের জন্য তৈরি?
সাবেয়া: না, টিম তুখোড় স্পিরিটে আছে। ওরা জানে এই পর্যায়ে এসে সামান্যতম ভুলও আর বরদাস্ত হবে না। সোজা বাড়ি।

প্র: সুইৎজারল্যান্ডকে কত গুরুত্ব দিচ্ছেন?
সাবেয়া: নিশ্চয়ই দিচ্ছি। ওদের তিনটে ম্যাচই আমরা টিভিতে দেখে বিশ্লেষণ করেছি। সবচেয়ে বড় কথা, ওদের কোচ খুব ঝানু এক জন পেশাদার। উনি তক্কে তক্কে থাকবেন আমাদের বেকায়দায় ফেলার জন্য।

প্র: এই যে তিনটে ম্যাচ দেখলেন, দেখে সুইসদের কী বৈশিষ্ট্য চোখে পড়ল?
সাবেয়া: সেটা বলব না।


সাও পাওলোয় মেসির ছবি তুলেছেন উৎপল সরকার

প্র: কাল আহত আগেরোর বদলে কে খেলবে? আপনার নতুন কম্বিনেশনই বা কী হবে?
সাবেয়া: সেটা আমি বলতে যাব কেন! সেটা তো গোপন। তাই না?

প্র: আর্জেন্তিনা কি ফাইনাল পৌঁছতে পারবে? বসনিয়া ম্যাচ থেকে যেমন ভয়ের ছবি আমরা ডিফেন্সে দেখছি, তাতে কি এটা দুরাশা? মেসি ছাড়া তো টিমের কিছু আছে বলে মনে হচ্ছে না।
সাবেয়া: হুমম... নাইজিরিয়া ম্যাচে আমরা অনেক উন্নতি করেছি। সে দিন অনেকগুলো সুযোগ তৈরি করেছিলাম। আর মেসি যে এক জন খুব স্পেশ্যাল মানুষ, সে তো সবাই জানে।

প্র: আপনার সঙ্গে মেসির সম্পর্ক ঠিক আছে তো?
সাবেয়া: আমাদের পুরো গ্রুপটারই এক জনের সঙ্গে আর এক জনের খুব আঁটোসাঁটো সম্পর্ক।

প্র: আপনি বলছেন, টিম উন্নতি করেছে। আমরা কিন্তু ছিটেফোঁটাও দেখতে পাচ্ছি না। সেই একা মেসি। ছিয়াশির মারাদোনা আর ২০১৪-র মেসি কি এক?
সাবেয়া: মেসি দুর্দান্ত বিশ্বকাপের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এটাই ওর কাছে আশা করেছিলাম। গোটা আর্জেন্তিনা তাই আশা করেছিল। আর লিও সেটাই দিচ্ছে। তখন মারাদোনা ছিল, এখন মেসি!

প্র: কাল শোনা যাচ্ছে মাঠে ব্রাজিল সমর্থকেরা উদোম সমর্থন দেবে সুইসদের। আপনি কী ভাবছেন?
সাবেয়া: আমাদের মধ্যে মাঠের শত্রুতা থাকলেও ব্রাজিলকে ভাই বলেই মনে করি। আশা করব আমাদের বিরুদ্ধে গেলেও গ্যালারি-শান্তি যেন নষ্ট না হয়।

প্র: এই এত কথা বলছেন সাংবাদিক সম্মেলনে। কিন্তু দিনের শেষে গিয়ে আপনার একটাই তো প্লেয়ার। মেসি। ব্রাজিলের যেমন নেইমার। তাই নয় কি?
সাবেয়া: দেখুন ভাই, মেসি হল বিশ্বের এক নম্বর ফুটবলার। নেইমার অন্যতম সেরা। আস্তে আস্তে ফুটছে। ওরা যে টিমে থাকবে তারা তো বাড়তি সুবিধে পাবেই।

মেসিকে চ্যালেঞ্জ

লিও মেসিকে ফুটবলে চ্যালেঞ্জ! তবে সেটা ফুটবল মাঠে নয়। ব্রাজিলের সমুদ্রসৈকতে। আর চ্যালেঞ্জার ও কোনও ফুটবলার নন। মেসিরই দেশের মডেল ফিওরেল্লা কাসতিলো। চব্বিশ বছর বয়সি আর্জেন্তিনিয়ান সুন্দরীকে বিশ্বকাপে অধিকংশ সময়ই দেখা যাচ্ছে ইপানেমা বিচে। ফিওরেল্লার দাবি, ব্রাজিল সমুদ্রসৈকতে তিনি এর মধ্যেই আটশো পুরুষকে বল জাগলিং, বল কন্ট্রোলে হারিয়েছেন। বাকি আছে এক জনকেই হারানো। আর সেই এক জন হলেন লিওনেল মেসি। “লিওর সঙ্গে বলের টক্করেও জিতব,” সুইৎজারল্যান্ডের সঙ্গে শেষ ষোলোর লড়াইয়ে মেসি নামার আগের দিন এলএম টেন অন্য চ্যালেঞ্জের সামনে। আর সেটা কিনা এল এক আর্জেন্তিনিয়ান সুন্দরীর থেকে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE