Advertisement
১৬ মে ২০২৪

গোলাপি বলে প্রথম সেঞ্চুরি অরিন্দমের

ভারতের মাটিতে প্রথম গোলাপি বলে সেঞ্চুরি। সোমবার ইডেনে সেই সেঞ্চুরি করে ইতিহাসে নাম তুলে নিলেন মোহনবাগানের অরিন্দম ঘোষ। ১২৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলে সিএবি সুপার লিগ ফাইনালে মোহনবাগানকে রানের পাহাড়ে তুলে দেন অরিন্দম। ৪৯৬-এর টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভবানীপুর দিনের শেষে ১৩২-৬।

সোমবার ইডেনের নায়ক অরিন্দম। ছবি: শঙ্কর নাগ দাস

সোমবার ইডেনের নায়ক অরিন্দম। ছবি: শঙ্কর নাগ দাস

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৯:৪১
Share: Save:

ভারতের মাটিতে প্রথম গোলাপি বলে সেঞ্চুরি। সোমবার ইডেনে সেই সেঞ্চুরি করে ইতিহাসে নাম তুলে নিলেন মোহনবাগানের অরিন্দম ঘোষ। ১২৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলে সিএবি সুপার লিগ ফাইনালে মোহনবাগানকে রানের পাহাড়ে তুলে দেন অরিন্দম। ৪৯৬-এর টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভবানীপুর দিনের শেষে ১৩২-৬। মঙ্গলবার ম্যাচ জিতে মরসুমে ত্রিমুকুট জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে মোহনবাগান। তারা দ্বিতীয় ইনিংসে ৩৪৯ রান তুলে বিপক্ষের চেয়ে ৪৯৫-এ এগিয়ে যায়। অরিন্দমের সেঞ্চুরি ছাড়াও সঞ্জীব সান্যাল ৫১ করেন। আধ ডজন উইকেট নেন ভবানীপুরের অয়ন ভট্টাচার্য। উইকেটের গতি যে ক্রমশ কমে আসছে, তা এ দিন শামিকে বল করতে দেখেই মনে হচ্ছিল। আগের দিন পাঁচ উইকেট পাওয়া শামি এ দিন ১৫ ওভার বল করে ৭৯ রান দিয়ে দু’উইকেট নেন শামি। রাতে খেলার পর তা স্বীকারও করেন অরিন্দম ও শামি। তাঁর বলের ঘায়ে কোমরে আঘাত পান ওপেনার পার্থসারথী ভট্টাচার্য। চোট লাগার পর কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন পার্থ। শুভম চট্টোপাধ্যায় হাফ সেঞ্চুরি করেন। শামি বলছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে এই অভিজ্ঞতাটা আমার কাজে লাগবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE