তাঁর বাবার আন্তর্জাতিক অভিষেক ছিল গোটা ক্রিকেট দুনিয়ার চর্চার বিষয়। ১৬ বছরের সচিন তেন্ডুলকরের ঝাঁকরা চুলে পাকিস্তানের মাঠে নামাটা চিরকালীন সংগ্রশালায় ঢুকে রয়েছে।
এ বার তেন্ডুলকর পার্ট টু। বাবার ব্যাট হাতে ক্রিজে আসার প্রতীক্ষায় থাকত সারা ভারত। ছেলে শুরু করলেন বল হাতে দৌড়। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথম যুব টেস্ট খেলতে নামার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। এবং পা রেখেই প্রথম ১২ বলের মধ্যে নিয়ে নিলেন একটি উইকেটে।
অর্জুনের এই আন্তর্জাতিক অভিষেক নিয়ে সচিনের প্রিয় বন্ধু বিনোদ কাম্বলি টুইট করেন, ‘‘ওকে বল করতে দেখে আনন্দে চোখে জল চলে আসে আমার। চোখের সামনে অর্জুনকে বড় হতে দেখেছি। খুব খুশি আমি। সবে শুরু। আশা করি ভবিষ্যতে আরও সাফল্য পাবে। প্রথম উইকেট উপভোগ করো।’’