Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ম্যাচ জিতেও তাণ্ডব আর্সেনাল সমর্থকদের

যত কাণ্ড উত্তর লন্ডন ডার্বিতে। ক্যাপিটাল ওয়ান কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে টটেনহ্যামকে ২-১ হারিয়ে মাঠে গুণ্ডামি করল আর্সেনাল ফ্যানরা।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৭
Share: Save:

যত কাণ্ড উত্তর লন্ডন ডার্বিতে। ক্যাপিটাল ওয়ান কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে টটেনহ্যামকে ২-১ হারিয়ে মাঠে গুণ্ডামি করল আর্সেনাল ফ্যানরা।

যদিও আর্সেনাল সমর্থকদের দাবি, তাদের ফরাসি গোলদাতা ফ্লামিনি জোড়া গোল করে দলকে এগিয়ে দেওয়ার পরেই টটেনহ্যাম গ্যালারি থেকে অশ্রাব্য গালাগাল এবং কুশ্রী অঙ্গভঙ্গী শুরু হয়। তার জেরেই ম্যাচ শেষে এই হিংসাত্মক ঘটনা।

টুইটারে এক আর্সেনাল সমর্থকের স্মৃতিচারণ— ভেবেছিলাম ফ্লামিনির ম্যাচ হিসেবেই এটা মনে রাখব। কিন্তু তা ফিরে করল হিংসাত্মক আচরণ। আর্সেনালের ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গারও বলছেন, ‘‘গানার্স জার্সি গায়ে প্রথম ম্যাচেই নিজের লড়াকু মেজাজ চেনাল ফ্লামিনি। তবে দুঃখ দু’টো। এক, আত্মঘাতী গোল করে বিপক্ষকে সমতায় ফিরতে দিয়েছিলাম আমরা। দুই, ম্যাচের শেষে ওই অনভিপ্রেত ঘটনা কখনই কাম্য নয়।’’

গোটা ঘটনায় দশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনায় হতচকিত এফএ। আর্সেনাল এবং টটেনহ্যাম দুই ক্লাবের কর্তাদের সঙ্গেই কথা বলেছে তারা। যদিও আর্সেনাল সমর্থকরা গ্যালারিতে হাঙ্গামা করলেও বড় কোনও শাস্তির মুখে পড়ছে না গানার্সরা। তাদের মুখপাত্র জানিয়েছেন বিশৃঙ্খল কিছু সমর্থকদের জন্যই এই অরাজকতার পরিস্থিতি। গ্যালারিতে উন্মত্ত সমর্থকদের ভাঙচুর থামাতে সব রকমেরই প্রতিরোধমূলক ব্যবস্থা আর্সেনাল কর্তারা নিয়েছিলেন বলে জেনেছেন এফএ কর্তারা। আর সেই ব্যাখ্যায় সন্তুষ্টও এফএ। ফলে ম্যাচ হেরে চূড়ান্ত অভব্যতার নজির গড়েও বড় কোনও শাস্তিমূলক ব্যবস্থা এড়িয়ে যেতে পারে আর্সেনাল।

ঘটনার ঠিক পরেই ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছেন আর্সেনাল কর্তারা। জানিয়েছেন, ‘‘দুর্ভাগ্যজনক ঘটনা। ঘোটা ঘটনার পিছনেই রয়েছে স্বল্প সংখ্যক উন্মত্ত সমর্থক। গোটা ঘটনায় টটেনহ্যামের সঙ্গে হাতে হাত মিলিয়েই উত্তেজনার নিষ্পত্তি করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arsenal Tottenham sport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE