Advertisement
১৭ মে ২০২৪

বিতর্ক আর্সেনালে

যাঁর জন্য বিতর্ক ওয়েঙ্গারের দলে। সেই অ্যালেক্সিস স্যাঞ্জেস দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের জয় আনলেন। কিন্তু তাঁর প্রথম গোলের সময় দলের অনেকেই তাঁর কাছে না গিয়ে আলাদা আনন্দ করছিলেন।

বিতর্ক: এই সেই মুহূর্ত। গোলের পরে আর্সেনালের জয়োল্লাসে হাজির দলের মাত্র কয়েক জন সতীর্থ। বাকিরা তখন উল্লাসে ব্যস্ত মাঠের অন্য প্রান্তে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন অঁরি। ছবি: এএফপি

বিতর্ক: এই সেই মুহূর্ত। গোলের পরে আর্সেনালের জয়োল্লাসে হাজির দলের মাত্র কয়েক জন সতীর্থ। বাকিরা তখন উল্লাসে ব্যস্ত মাঠের অন্য প্রান্তে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন অঁরি। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ০৪:২৭
Share: Save:

অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-২ হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন-এর ৮১০ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। কিন্তু আনন্দের দিনে সেই আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল বিতর্ক থেকে দূরে থাকতে পারল না।

যাঁর জন্য বিতর্ক ওয়েঙ্গারের দলে। সেই অ্যালেক্সিস স্যাঞ্জেস দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের জয় আনলেন। কিন্তু তাঁর প্রথম গোলের সময় দলের অনেকেই তাঁর কাছে না গিয়ে আলাদা আনন্দ করছিলেন। স্যাঞ্চেস তাঁদের ডাকা সত্ত্বেও সতীর্থরা তাঁর কাছে যাননি। আর সেখান থেকেই চাড়া দিয়েছে বিতর্ক— তা হলে কি আর্সেনাল শিবির এই মুহূর্তে দু’টো দলে বিভক্ত?

স্যাঞ্চেসের প্রথম গোলের সময় তাঁর পাশে ‘সেলিব্রেশন’ করতে দেখা গিয়েছিল বেলেরিন, মেসুত ওজিল ওজিল-সহ দলের চার ফুটবলারকে।

শনিবার ইপিএল

• ওয়াটফোর্ড-সোয়ানসি সিটি (রাত ৮.৩০),

• হাডার্সফিল্ড-বার্নলি (রাত ৮.৩০),

• বোর্নমুথ-এভার্টন (রাত ৮.৩০),

• নিউক্যাসল-ব্রাইটন (রাত ৮.৩০)

• লিভারপুল-লেস্টার সিটি (রাত ৮.৩০)

• চেলসি-স্টোক সিটি (রাত ৮.৩০)

• ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম সাউদাম্পটন (রাত ১১ টা)

স্যাঞ্চেস বাকিদের ডাকলেও তাঁরা কিন্তু আসেনি। সেটা দেখেই ধারাভাষ্যকারদের সঙ্গে থাকা আর্সেনালের প্রাক্তন ফুটবলার থিয়েরি অঁরি বলেন, ‘‘গোলদাতা ডাকছে সেলিব্রেশনের জন্য। আর যাচ্ছে না। কেন যাবে না? নিশ্চয়ই দল দু’টো ভাগে বিভক্ত। ছেলেদের বুঝতে হবে গোলের পর এই উৎসব স্যাঞ্চেসের জন্য নয়। দলের জন্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Arsenal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE