Advertisement
E-Paper

রুদ্ধশ্বাস ম্যাচ হেরে প্রযুক্তির দাবি ক্ষিপ্ত রোমার

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে রোমা বিদায় নিল লিভারপুলের কাছে দুই ম্যাচ মিলিয়ে ৭-৬ ফলে হেরে। অথচ আলাদা করে ধরলে  ইতালির ক্লাবই বুধবার ৪-২ জিতল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ০৪:২১
বিতর্ক১: বক্সে লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড হ্যান্ড বল করলেও রেফারির নজর এড়িয়ে যাওয়ায় পেনাল্টি পায়নি রোমা। ছবি: টুইটার

বিতর্ক১: বক্সে লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড হ্যান্ড বল করলেও রেফারির নজর এড়িয়ে যাওয়ায় পেনাল্টি পায়নি রোমা। ছবি: টুইটার

প্রথমে জুভেন্তাস। এ বার এ এস রোমা।

ইতালির দুই ক্লাবই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল রেফারির বিতর্কিত সিদ্ধান্তে। এবং দুই ক্লাবই ‘ভিএআর’-এর (ভিডিও অ্যাসিসটান্ট রেফারি) দাবিতে সরব হল। নতুন এই প্রযুক্তি ইতিমধ্যেই আনা হয়েছে ইতালির ‘সেরি আ’-তে। রাশিয়ায় আসন্ন বিশ্বকাপেও প্রথম বার যা প্রয়োগ করা হবে।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে রোমা বিদায় নিল লিভারপুলের কাছে দুই ম্যাচ মিলিয়ে ৭-৬ ফলে হেরে। অথচ আলাদা করে ধরলে ইতালির ক্লাবই বুধবার ৪-২ জিতল। রোমার স্পোর্টিং ডিরেক্টর মঞ্চির দাবি, ‘‘আমরা দু’টো পরিষ্কার পেনাল্টি পাইনি। ওদের একটা নিশ্চিত লাল কার্ডও দেখানো হয়নি।’’

রোমার দাবি প্রথমার্ধেই লিভারপুলের দেয়ান লভরেন বক্সের মধ্যে হ্যান্ডবল করলেও পেনাল্টি দেওয়া হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেও অন্যায় ভাবে অফসাইড দেওয়া হয় সারউইকে। সঙ্গে লিভারপুল গোলরক্ষক লরিস কারিউস তাঁর পা টেনে ফেলে দেন। এই আক্রমণ থেকে গোলও হয়েছিল। রোমার বক্তব্য, অফসাইড তো হয়ইনি আর হলেও পেনাল্টি তাদের প্রাপ্য। সঙ্গে কারিউসকেও লাল কার্ড দেখানো উচিত ছিল রেফারির। তবে সবথেকে বেশি প্রতিবাদ হয়েছে খেলার এক ঘণ্টার মাথায় লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড পরিষ্কার বক্সে হাতে বল লাগালেও তা রেফারির চোখ এড়িয়ে যাওয়ায়।

বিতর্ক২: এল সারাউইয়ের পা টেনে ফেলে দিচ্ছেন লিভারপুল গোলরক্ষক লরিস কারিউস। তার আগে অফ সাইড দেওয়া হয় সারউইকে। রোমার বক্তব্য, অফসাইড তো হয়ইনি আর হলেও পেনাল্টি তাদের প্রাপ্য। ছবি: টুইটার

মারাত্মক হতাশ রোমার প্রেসিডেন্ট জিম পালোত্তার প্রতিক্রিয়া, ‘‘এ ভাবে চলতে দেওয়া যায় না। চ্যাম্পিয়ন্স লিগেও যদি ‘ভিএআর’ না থাকে তাহলে পুরো ব্যাপারটাই একটা প্রহসনে পরিণত হয়।’’ এক মাস আগেই জুভেন্তাস খেলার একেবারে শেষ লগ্নে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিতর্কিত পেনাল্টি গোলের জন্য প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল। যে ঘটনা নিয়ে জুভেন্তাস প্রেসিডেন্ট আন্দ্রিয়া অ্যাগনেলি বলেছিলেন, ‘‘এই ধরনের ভুল এড়ানোর জন্য নতুন প্রযুক্তি এসে গিয়েছে। আমরা জানি উয়েফা ফুটবলে ‘ভিএআর’ আনার বিরোধী না। কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যার জন্যই এটা চালু করতে পারছে না। উয়েফার উচিত দ্রুত সমস্যার সমাধান করে এটা চালু করা।’’

উয়েফার সমস্যা ইউরোপের সব দেশের লিগে এখনও ‘ভিএআর’ চালু না হওয়ায়। যেমন ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও পুরনো নিয়মেই খেলা হচ্ছে। কিন্তু এ সবের জন্য চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় কেন নতুন প্রযুক্তি আনা যাবে না বুঝতে পারছেন রোমার কোচ ইউসেবিও দি ফ্রান্সিকোও। আর ক্রুদ্ধ রোমা প্রেসিডেন্টের প্রতিক্রিয়া, ‘‘মানছি রেফারির কাজটা কঠিন। কিন্তু তাঁর পরের পর ভুলে এ ভাবে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়াটা আরও বেশি বেদনার। সব চেয়ে খারাপ লাগল শেষ হ্যান্ডবলের ঘটনাটা। সারা পৃথিবার লোক সেটা দেখতে পেল অথচ কী করে রেফারির চোখ এড়িয়ে গেল বুঝলাম না।’’

Liverpool FC AS Roma UEFA Champions League Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy