Advertisement
০২ মে ২০২৪

ড্রয়ের আগেই টিকিট বিক্রি, বিতর্কে রোমা

ইংল্যান্ডের ট্যাবলয়েড ‘দ্য সান’ দাবি করেছে,  আনুষ্ঠানিক ড্রয়ের ২৪ ঘণ্টা আগেই সদস্যদের জন্য লিভারপুলের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচের টিকিট ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা শুরু করেছিল রোমা!

অবিশ্বাস্য: রোমা-লিভারপুল ম্যাচের বিক্রি হওয়া সেই টিকিট। ছবি: টুইটার

অবিশ্বাস্য: রোমা-লিভারপুল ম্যাচের বিক্রি হওয়া সেই টিকিট। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০৩:৫৪
Share: Save:

বার্সেলোনার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের তিন দিনের মধ্যেই টিকিট বিতর্কে জড়িয়ে গেল এ এস রোমার নাম!

ইংল্যান্ডের ট্যাবলয়েড ‘দ্য সান’ দাবি করেছে, আনুষ্ঠানিক ড্রয়ের ২৪ ঘণ্টা আগেই সদস্যদের জন্য লিভারপুলের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচের টিকিট ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা শুরু করেছিল রোমা! যদিও কয়েক ঘণ্টার মধ্যে ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেওয়া হয়। কিন্তু তার আগেই ‘দ্য সান’ সেই টিকিটের ছবি প্রকাশ করে প্রশ্ন তুলেছে, রোমা কী ভাবে জানল লিভারপুলের বিরুদ্ধেই খেলতে হবে? এবং দ্বিতীয় লেগের ম্যাচ তারা খেলবে ঘরের মাঠে?

টিকিট বিতর্কের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। সোশ্যাল মিডিয়ায় এক জন লিখেছেন, ‘এ রকম অবিশ্বাস্য ঘটনা কখনও দেখেনি। ড্রয়ের এক দিন আগেই তা হলে রোমা জানত যে লিভারপুলের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলবে। আশা করি, সেমিফাইনাল ম্যাচটায় অন্তত গড়াপেটা হবে না।’ কেউ কেউ সরাসরি তোপ দেখেছেন উয়েফার বিরুদ্ধে। তাঁদের দাবি, ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থাও জড়িত টিকিট কেলেঙ্কারির সঙ্গে। রোমা কর্তারা অবশ্য সব অভিযোগকেই ভিত্তিহীন বলেছেন। ড্রয়ের মাধ্যমে ঠিক হওয়ার কথা সেমিফাইনালে কে কাকে খেলবে, কোথায় খেলবে। সেটা আগে থেকে কী করে ফাঁস হল, তা নিয়েই উঠেছে বিতর্কের ঝড়।

টিকিট বিতর্কের মধ্যেই আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম রবার্ট লেয়নডস্কি দ্বৈরথ। শুক্রবার সুইৎজারল্যান্ডের নিয় শহরে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন এসি মিলানের প্রাক্তন স্ট্রাইকার আন্দ্রেই শেভচেঙ্কো। প্রথম পর্বে ২৪ এপ্রিল ঘরের মাঠে লিভারপুল খেলবে রোমার বিরুদ্ধে। পরের দিন বায়ার্নও ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদের। ড্রয়ের পরে বায়ার্ন ম্যানেজার জুপ হাইনকেসের প্রতিক্রিয়া, ‘‘খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে চলেছে।’’ শেষ চারে প্রতিপক্ষ রিয়াল হওয়ায় বায়ার্ন সমর্থকরা উদ্বিগ্ন। কিন্তু হাইনকেস বলেছেন, ‘‘আমাদের কোনও ভয় নেই। ২০১২-১৩ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠেই প্রথম পর্বে খেলেছিলাম জুভেন্তাস ও বার্সেলোনার বিরুদ্ধে। তাই এই ম্যাচের কথা ভেবে উত্তেজিত হয়ে পড়ছি।’’

চোটের জন্য বায়ার্ন তারকা দাভিদ আলাবা সেভিয়ার বিরুদ্ধে আগের ম্যাচে খেলতে পারেননি। সেমিফাইনালে রিয়ালের বিরুদ্ধে খেলার জন্য তিনি মরিয়া। আলাবা বলেছেন, ‘‘ম্যাচটা শুধু ঐতিহাসিক নয়, রোমাঞ্চকরও হবে।’’ উয়েফার টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে রিয়াল ও বায়ার্ন। দু’দলই জিতেছে ১১ বার করে। ড্র হয়েছে দু’টি ম্যাচ। বায়ার্নের বিরুদ্ধে রিয়াল মোট গোল করেছে ৩৭টি। বায়ার্ন করেছে ৩৬টি। গত মরসুমে কোয়ার্টার ফাইনালে টোমাস মুলারদের হারিয়েই শেষ চারে উঠেছিলেন রোনাল্ডোরা। এ বার তাঁরা মুখোমুখি সেমিফাইনালে।

লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপও উদ্বিগ্ন নন। তাঁর কথায়, ‘‘রোমা দুর্দান্ত খেলে বার্সেলোনাকে হারিয়েছে। কিন্তু সেমিফাইনালে প্রতিপক্ষ যে দলই হোক, পরোয়া করি না। নিজেদের যোগ্যতায় এই জায়গায় পৌঁছেছি।’’ যোগ করছেন, ‘‘লিভারপুল দীর্ঘদিন পরে শেষ চারে উঠেছে। আমি পাঁচ বছর আগে শেষ বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছি। সামনে দারুণ সুযোগ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Ticket A.S. Roma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE