কাজ়াখস্তানে আয়োজিত এশীয় শুটিং চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে দাপট দেখালেন ভারতের জুনিয়র শুটাররা। মোট চারটি সোনা এল তাঁদের হাত ধরে। ফলে ভারতের পদক সংখ্যা এখন ২৬। রয়েছে ১৪টি সোনা, ছয়টি রুপো এবং সমসংখ্যাক ব্রোঞ্জ পদক।
জোড়া সোনা জিতে শিরোনামে উঠে এসেছেন আসানসোলের অভিনব শ। ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগের পাশাপাশি দলগত বিভাগেও সোনা জিতেছেন অভিনব।
অভিনবর সোনার দৌড় শুরু হয় নারাইন প্রণব এবং হিমাংশুর সঙ্গে জুটি বেঁধে। যোগ্যতা অর্জন পর্বে অভিনব স্কোর করেছেন ৬২৮.১। মূল পর্বে ভারতীয় ত্রয়ীর মোট স্কোর দাঁড়ায় ১৮৯০.১। যা শুধু এশীয় পর্যায় নয়, জুনিয়রদের প্রতিযোগিতার ক্ষেত্রেও বিশ্ব রেকর্ড। দ্বিতীয় হয়েছে চিন। ব্যক্তিগত বিভাগে অভিনবর স্কোর ২৫০.৪। মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে তিনি হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার হুন সেও লি-কে।
অভিনবকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, “আসানসোলের ছেলে অভিনব কাজ়াখস্তানে জুনিয়র এয়ার রাইফেলে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। ওর অভিভাবক, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের আমার অভিনন্দন জানাই।”
শটগানে মেয়েদের জুনিয়র স্কিট ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেনমানসী রঘুবংশী। ৬০ এর মধ্যে তিনি স্কোর করেন ৫৩। রুপো পান আর এক ভারতীয় যশস্বী রাঠোর (৫২)। ছেলেদের জুনিয়র স্কিটে রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে হরমেহর সিংহ লালি ও জ্যোতিরাদিত্য সিংহ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)