Advertisement
২০ এপ্রিল ২০২৪

কোহালির মঞ্চে সেঞ্চুরি অশ্বিনেরও

২২ জুলাই: বিরাট কোহালির ডাবল সেঞ্চুরির দিনে দুর্দান্ত ব্যাট করলেন রবিচন্দ্রন অশ্বিনও। নিজের তিন নম্বর টেস্ট সেঞ্চুরিটা করে, ভারতকে বিশাল ৫৬৬-৮ (ডি:) স্কোরে পৌঁছে দিয়ে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০৪:৩২
Share: Save:

বিরাট কোহালির ডাবল সেঞ্চুরির দিনে দুর্দান্ত ব্যাট করলেন রবিচন্দ্রন অশ্বিনও। নিজের তিন নম্বর টেস্ট সেঞ্চুরিটা করে, ভারতকে বিশাল ৫৬৬-৮ (ডি:) স্কোরে পৌঁছে দিয়ে।

শুক্রবার ২৫৩ বল খেলে ১১৩ রান করে যান অশ্বিন। ভারতীয় অফস্পিনারের তিনশো চল্লিশ মিনিটের ইনিংসে আছে বারোটা বাউন্ডারিও। কিন্তু তার চেয়েও বড় হল, অজিঙ্ক রাহানে আউট হয়ে যাওয়ার পর যখন সঙ্গীর অভাবে ভুগছিলেন কোহালি, তখন ভারত অধিনায়ককে প্রয়োজনীয় সঙ্গত করে যান অশ্বিন। ১৬৮ রানের পার্টনারশিপ করে। কোহালি অবশ্যই ভারতকে পাঁচশো রানের নিশ্চিন্ত পাটাতনে পৌঁছে দেওয়ার মূল কারণ, কিন্তু কোহালির পরেই যদি কাউকে অবদানের বিচারে রাখতে হয়, তা হলে তিনি অশ্বিন। কোহালি আউট হয়ে যাওয়ার পরেও ইনিংসকে যিনি টেনে নিয়ে গিয়েছেন।

অশ্বিন তো বটেই, ভারতের লোয়ার অর্ডারকেও যথেষ্ট কৃতিত্ব দিতে হবে। ঋদ্ধিমান সাহা অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন। ৪০ করে আউট হয়ে যান ঋদ্ধিমান। কিন্তু লেগস্পিনার অমিত মিশ্র হাফসেঞ্চুরি করেছেন (৫৩)। শেষ দিকে নেমে ভাল ব্যাট করেন মহম্মদ শামিও। দু’টো ছক্কা হাঁকিয়ে তিনি ১৭ রানে অপরাজিত থেকে যান। জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ৩১। ভারতের হয়ে একমাত্র উইকেটটি নেন মহম্মদ শামি।

কী দাঁড়াল?

কোহালিরা নিজেদের কাজ করেছেন। টেস্ট জেতানোর বাকি কাজ এ বার বোলারদের।

সংক্ষিপ্ত স্কোর: ভারত প্রথম ইনিংস ৫৬৬-৮ (ডি:) (বিরাট ২০০, অশ্বিন ১১৩, অমিত ৫৩)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ১৬ ওভার পর্যন্ত ৩১-১।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE