মুস্তাফিজুর রহমানের জাদুর দিকেই তাকিয়ে মাশরফি মর্তুজারা। আর কয়েক ঘণ্টা পরেই আবু ধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত ‘সেমিফাইনাল’ খেলতে নামছে বাংলাদেশ। আর জেতার জন্য ভরসা রাখা হচ্ছে মুস্তাফিজের উপর।
যিনি আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে অসাধারণ হয়ে উঠে ছিনিয়ে এনেছিলেন জয়। অধিনায়ক মাশরফি প্রশংসা করে মুস্তাফিজুরকে ‘ম্যাজিশিয়ান’ হিসেবে চিহ্নিত করেছিলেন। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছিল তাঁর বন্দনা। মুস্তাফিজুর নিজেও টুইট করেছিলেন উচ্ছ্বাসে। সবাইকে পাশে থাকার অনুরোধ করেছিলেন তিনি।
কয়েক বছর ধরে ডেথ ওভারে মুস্তাফিজুরই বাংলাদেশের প্রধান শক্তি। গত তিন বছরে শেষ পাঁচ ওভারে ইকনমি রেট ছয়ের নীচে রেখেছেন বাঁ-হাতি পেসার। ফলে, পাকিস্তানের রান আটকাতে বা স্লগে ওভারে মাথা ঠাণ্ডা রেখে জয়ের পতাকা ওড়াতে তাঁর কাটারের উপরই ভরসা রাখছেন পদ্মাপারের ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ইঞ্জেকশন নিয়ে নামছেন শাকিব, মাশরফি ওষুধ খেয়ে
আরও পড়ুন: সর্বকালের সেরা প্রত্যাবর্তন? উডসকে টক্কর দিতে পারেন যাঁরা
এশিয়া কাপের ফাইনালে ভারত আগেই উঠে গিয়েছে। বাকি একটা জায়গার জন্য লড়াইয়ে নামছে পাকিস্তান ও বাংলাদেশ। দুই দলই সুপার ফোরে দুটো ম্যাচ খেলেছে। দুই দলই আফগানিস্তানকে হারিয়েছে ও ভারতের কাছে হেরেছে।
পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ তাই মরণ-বাঁচনের লড়াই। পরিসংখ্যানে সামগ্রিক ভাবে অনেক এগিয়ে পাকিস্তান। মোট ৩৫ সাক্ষাতে ৩১টিই জিতেছে তারা। ওপেনিংয়ের পাশাপাশি চোট-আঘাত সমস্যাও ভাবাচ্ছে দলকে। প্রচণ্ড গরমে খেলতে হচ্ছে বলে ডি-হাইড্রেশনের শিকার হচ্ছেন ক্রিকেটাররা। তবে পাকিস্তান টানা দু’বার ভারতের কাছে এই প্রতিযোগিতায় হারার পর মানসিক ভাবে ভাল জায়গায় নেই। সমালোচনা চলছে দেশে। প্রাক্তন ক্রিকেটাররা একহাত নিচ্ছেন সরফরাজ আহমেদের দলকে। তাঁর নেতৃত্ব নিয়েও উঠছে প্রশ্ন। ফলে, প্রচণ্ড চাপে রয়েছে পাকিস্তানও।
Alhamdulillah. Yesterday, It was one of the best moments of my career. I have no words to explain it. I am overwhelmed with all of your love. Thanks & keep supporting @BCBtigers. #BANvAFG #AsiaCup2018 pic.twitter.com/E5pnB6wKM6
— Mustafizur Rahman (@Mustafiz90) September 24, 2018
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল , টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)