ক্যাচেস উইনিং ম্যাচেস! ক্রিকেটের প্রাচীন প্রবাদ। এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে বুধবার আবু ধাবিতে যার সেরা উদাহরণ হয়ে উঠল বাংলাদেশ অধিনায়ক মাশরফি মর্তুজার ক্যাচ।
২৪০ রানের জয়ের লক্ষ্য তাড়া করে সরফরাজ আহমেদের পাকিস্তান তিন উইকেট খুইয়ে বসেছিল ১৮ রানে। চতুর্থ উইকেটে শোয়েব মালিকের সঙ্গে ইমাম-উল-হকের জুটি যখন ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে, তখনই অসাধারণ দক্ষতায় শোয়েবের ক্যাচ নেন মাশরফি।
রুবেল হোসেনের বল মিড উইকেটে একটু তুলেই মেরেছিলেন শোয়েব। অবিশ্বাস্য ভঙ্গিতে বাঁ-দিকে কার্যত পাখির মতো উড়ে গিয়ে বল তালুবন্দী করেন মাশরফি। পড়ে গিয়েও বাঁ-হাত থেকে বল ছাড়েননি তিনি। মাশরফিকে এই ক্যাচ ধরতে দেখে অবাক হয়ে পড়েন খোদ শোয়েব। তখন তিনি ৩০ রানে খেলছিলেন।