টানা তিন দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। শুক্রবার এই বিমান সংস্থার উড়ান বাতিলের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দুর্ভোগ এবং পরিষেবায় বিঘ্নের কারণে বার বার যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে কর্তৃপক্ষ। নাজেহাল যাত্রীরা। একাধিক বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ চলছে। এমন অবস্থায় যাত্রীদের ‘রাগ বশে’ রাখার কড়া বার্তা দিলেন অভিনেতা সোনু সুদ।
আরও পড়ুন:
সোনু এ দিন একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘আমার নিজের পরিবারের লোকেরা আটকে আছে প্রায় পাঁচ ঘণ্টা হয়ে গেল। আপনারা দয়া করে বিমান সংস্থার কর্মীদের উপরে চিৎকার করবেন না। ওদের দোষটা কী? ওরা তো চাকরি করছে। জানি অনেকে বিয়েবাড়ি যেতে পারেননি, কারও গুরুত্বপূর্ণ মিটিংয়ে পৌঁছোনো হয়নি। কিন্তু যে ভাবে বিমানবন্দরে যাত্রীরা উড়ান সংস্থার কর্মীদের উপরে চিৎকার করছেন, সেটা কি ঠিক? জানি, সকলের অসুবিধা হচ্ছে, রাগ হচ্ছে। কিন্তু একবার ওদের জায়গায় নিজেদের রেখে দেখুন, তখন বুঝতে পারবেন। ওরা শুধু কোন উড়ান কখন উড়বে তার বার্তাবাহক।’’
এর পাশাপাশি সোনু এ-ও জানান, যে ভাবে দেশের বিভিন্ন বিমানবন্দরে যাত্রী বিক্ষোভের ছবি উঠে এসেছে, তা খুবই দুর্ভাগ্যজনক। সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন অভিনেতা। এমন সঙ্কটের পরিস্থিতিতে সহবত ভুলে না যাওয়ার আবেদন রাখলেন সোনু।