Advertisement
০৩ মে ২০২৪
Asian Champions Trophy 2023

হরমনপ্রীতের গোলে ড্র ভারতের

ম্যাচের ২৮ মিনিটে কেন নাগাইয়োশির গোলে এগিয়ে যায় জাপান। তার পর থেকেই রক্ষণ মজবুত করে ভারতের বিপক্ষ।

লড়াই: জাপানের রক্ষণে আক্রমণ হরমনপ্রীতের। 

লড়াই: জাপানের রক্ষণে আক্রমণ হরমনপ্রীতের।  ছবি: হকি ইন্ডিয়া টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ০৭:৪৬
Share: Save:

ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত সিংহের গোলে জাপানের বিরুদ্ধে ড্র করল ভারত। এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানের বিরুদ্ধে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। যদিও ভারতীয় দলের কোচ ক্রেগ ফুল্টন এই ফলে খুশি হবেন না। কারণ, ইতিমধ্যে দু’টি ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে চলে গিয়েছে মালয়েশিয়া। ভারতের পরের ম্যাচ রবিবার মালয়েশিয়ারই বিরুদ্ধে। প্রতিযোগিতার সব চেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামার আগে জিততে পারলেন না হরমনপ্রীতরা।

ম্যাচের ২৮ মিনিটে কেন নাগাইয়োশির গোলে এগিয়ে যায় জাপান। তার পর থেকেই রক্ষণ মজবুত করে ভারতের বিপক্ষ। তারই মধ্যে একাধিক পেনাল্টি কর্নার পেয়ে নষ্ট করে ভারত। যদিও ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই গোল
করেন হরমনপ্রীত।

ভারতীয় গোলরক্ষক পি আর সৃজেশ একাধিক গোল বাঁচিয়ে দলের মুখ রক্ষা করেন। একই দিনে ড্র করেছে পাকিস্তানও। শুরুতে এগিয়ে গেলেও দক্ষিণ কোরিয়ার আক্রমণ সামলাতে পারেনি পাকিস্তান। অন্য দিকে চিনকে ৫-১ হারিয়ে দাপট বজায় রেখেছে মালয়েশিয়া। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য তারা। পরের ম্যাচে ভারত তাদের বিরুদ্ধে কী করে, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Japan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE