প্রথম বার নেমেই চ্যাম্পিয়ন। পরের বার রানার্স। আইএসএলে আটলেটিকো দে কলকাতার নাম উঠলেই সেই ট্রেডমার্ক ‘সাদা শার্ট’— প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নাম ভেসে উঠবেই।
আইএসএল থ্রি-তে কলকাতার নবাগত কোচ জোসে ফ্রান্সিসকো মলিনা জিমেনেজের সামনে চ্যালেঞ্জ হয়েই ভেসে উঠছেন তাঁর দেশোয়ালি হাবাস। দেপোর্তিভো লা করুনায় খেলার সময় অণ্ডকোষের ক্যান্সারকে হারিয়েছেন মলিনা। আটানব্বই বিশ্বকাপে বর্তমান বার্সেলোনা কোচ লুইস এনরিকেদের স্পেন টিমে সামলেছেন অতিরিক্ত গোলকিপারের দায়িত্ব। কলকাতায় হাবাসের সঙ্গে ছায়াযুদ্ধে কি জিতবেন? আপাতত এই প্রশ্ন সামনে রেখেই শুক্রবার সরকারি ভাবে আত্মপ্রকাশ করলেন এটিকের নতুন কোচ।
পারবেন? প্রশ্ন শুনে হাসেন ছ’ফুটের সুদর্শন প্রাক্তন কিপার। চাপের কথা স্বীকার করে বলে ওঠেন, ‘‘পেশাদার ফুটবলে এ রকম হয়। চাপ তো থাকবেই। সেটা নতুন কিছু নয়। আইএসএলে কলকাতা প্রথম বার চ্যাম্পিয়ন। আশা করি এ বারও জিতব।’’