Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Deepak Tangri

ATK Mohun Bagan: ঘর আরও গোছাল এটিকে মোহনবাগান, দু’ বছরের চুক্তিতে ডিফেন্ডার দীপক টাংরের সই

ভারতের হয়ে অনূর্ধ্ব-২০ দলেও ছিলেন দীপক। গত মরসুমে আইএসএল-এ ১৭ টি ম্যাচ খেলেছেন তিনি।

দীপক টাংরে

দীপক টাংরে টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ১৫:১১
Share: Save:

চেন্নাইয়িন এফসি থেকে দু’ বছরের চুক্তিতে দীপক টাংরেকে দলে নিল এটিকে মোহনবাগান। ২২ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার এর আগে মোহনবাগানের অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন। সবুজ-মেরুন অ্যাকাডেমি থেকেই তাঁর উত্থান। এরপর তিনি যোগ দেন চেন্নাইয়িন এফসি-তে। সেখান থেকে ইন্ডিয়ান অ্যারোজ হয়ে ফের চেন্নাইয়িনে ফেরেন তিনি।

ভারতের হয়ে অনূর্ধ্ব-২০ দলেও ছিলেন দীপক। গত মরসুমে আইএসএল-এ ১৭ টি ম্যাচ খেলেছেন তিনি। তবে চেন্নাইয়িনের হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন তিনি। তাঁর খেলা ভাল লেগেছে প্রশিক্ষক আন্তনিয়ো লোপেজ হাবাসের। সবুজ-মেরুন শিবিরে এসেও হয়ত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই খেলবেন দীপক।

সব মিলিয়ে বিদেশিদের পাশাপাশি স্বদেশীদের দিকেও তীক্ষ্ণ নজর রয়েছে এটিকে মোহনবাগানের। অমরেন্দ্র সিংহ, লিস্টন কোলাসোর পাশাপাশি শোনা যাচ্ছে আশুতোষ মেহতাকেও দলে নিতে চলেছে এটিকে মোহনবাগান। শুধু ভাল ফুটবলার নেওয়া নয়, তাঁদের চোট আঘাতের কথা মাথায় রেখে একই জায়গায় খেলতে পারা দু’-তিনজন ফুটবলারকে সই করিয়ে রাখছেন হাবাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISL ATK Mohun Bagan Deepak Tangri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE