Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ অক্টোবর ২০২১ ই-পেপার

Roy Krishna: বাবা হতে চলেছেন এটিকে মোহনবাগান স্ট্রাইকার রয় কৃষ্ণ

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১২ অক্টোবর ২০২১ ১৫:৪১
নাজিয়ার সঙ্গে রয় কৃষ্ণ

নাজিয়ার সঙ্গে রয় কৃষ্ণ
টুইটার

বাবা হতে চলেছেন এটিকে মোহনবাগান স্ট্রাইকার রয় কৃষ্ণ। আইএসএল খেলতে ইতিমধ্যেই গোয়া পৌঁছে গিয়েছেন রয়। সেখানে গিয়ে স্ত্রী নাজিয়ার সঙ্গে ছবি পোস্ট করেন ফিজির এই স্ট্রাইকার। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন তিনি। নাজিয়াও ছবি পোস্ট করেছেন। নাজিয়া লিখেছেন, ‘আমাদের হৃদয় ভরে গিয়েছে। ছোট্ট রয় আসতে চলছে।’ ২০১৮ সালে নাজিয়ার সঙ্গে বিয়ে হয় রয়ের।

দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ জয়েশ রানে, অভিলাশ পালরা। এএফসি কাপের সেমিফাইনালে এফসি নাসাফের বিরুদ্ধে হেরে যাওয়ার পর আইএসএল-এ ভাল খেলতে মরিয়া এটিকে মোহনবাগান। রয় গোয়া পৌঁছে গেলেও আন্তোনিয়ো লোপেজ হাবাস-সহ দলের বাকি সদস্যরা এখনও গোয়া পৌঁছননি। শোনা যাচ্ছে, ২০ অক্টোবর গোয়া যেতে পারেন এটিকে মোহনবাগান ফুটবলাররা।

Advertisement

১৯ নভেম্বর কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করবে গতবারের রানার্সরা। এরপর ২৭ নভেম্বর এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে নামবেন রয় কৃষ্ণরা।

আরও পড়ুন

Advertisement