Advertisement
১৭ জুন ২০২৪

হিউমদের সঙ্গে কলকাতার চুক্তি হয়তো পরের মাসেই

আন্তোনিও হাবাস পরের মরসুমেও তাদের কোচিং করাবেন এ ব্যাপারে নিশ্চিত আটলেটিকো কলকাতার কর্তারা। সব কিছু ঠিকঠাক চললে তাঁর সঙ্গে হয়তো পাকা কথা হয়ে যাবে সামনের বছরের ফেব্রুয়ারিতে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ০৪:০০
Share: Save:

আন্তোনিও হাবাস পরের মরসুমেও তাদের কোচিং করাবেন এ ব্যাপারে নিশ্চিত আটলেটিকো কলকাতার কর্তারা। সব কিছু ঠিকঠাক চললে তাঁর সঙ্গে হয়তো পাকা কথা হয়ে যাবে সামনের বছরের ফেব্রুয়ারিতে।

কিন্তু স্প্যানিশ কোচের বেছে দেওয়া স্বদেশি এবং বিদেশি ফুটবলারদের সঙ্গে কবে চুক্তি করে আইএসএল থ্রি-র জন্য ‘ব্লক’ করবেন তা নিয়ে দোটানায় এটিকে টিম ম্যানেজমেন্ট। পরের আইএসএলের নতুন নিয়ম কী হবে তা জানার পর ফুটবলারদের সঙ্গে চুক্তি করবেন তাঁরা এমনটাই আপাতত ভেবে রেখেছেন।

কোচ হাবাস এবং হিউম-আরাতাদের মতো দলের সব বিদেশি ফুটবলারকে বৃহস্পতিবারই নিজেদের দেশে পাঠিয়ে দিয়েছে এটিকে। এখন এটিকের অন্যতম প্রধান মালিকের ফোকাস যুবভারতী থেকে সরে গিয়েছে আইপিএলে তাঁর সদ্য কেনা পুণে ক্রিকেট টিমের দিকে। মহেন্দ্র সিংহ ধোনিদের মাঠ থেকে হোটেল ঠিক করা, কোচ নিয়োগ থেকে বিপণন— সব নিয়ে চলছে নতুন ব্যস্ততা। তার মধ্যেও অবশ্য হালকা ভাবে হলেও চলছে পরের বারের আইএসএলে এটিকে দল গড়ার পরিকল্পনা।

সূত্রের খবর, হাবাস যে বিদেশি ফুটবলারদের পরের মরসুমের জন্য তাঁর পছন্দের তালিকায় রেখেছেন তাঁদের মধ্যে আছেন ইয়ান হিউম, সমিগ দ্যুতি এবং গ্যাভিলান। পছন্দের স্বদেশিদের তালিকায় রয়েছেন আরাতা, অর্ণব মন্ডল, অমরিন্দর সিংহ এবং অগাস্টিন ফার্নান্ডেজ। এটিকে সচিব সুব্রত তালুকদার বৃহস্পতিবার রাতে হাবাসকে বিদায় জানাতে গিয়েছিলেন বিমানবন্দরে। নানা কথা বলার ফাঁকে কোচের মনোভাব জেনে তিনি। শুক্রবার সুব্রতবাবু বললেন, ‘‘হাবাসের না থাকার তো কোনও কারণ নেই। ওর দু’বছরের চুক্তি ছিল। সেটা শুধু বাড়িয়ে নিতে হবে। ক্রিসমাসের পর আটলেটিকো মাদ্রিদে উনি কাজ করবেন। তার মধ্যেই এক বার আসবেন কলকাতায়। হাবাসই তাঁর পরের কোচিং স্টাফ ঠিক করবেন।’’

হাবাস নিয়ে সমস্যা না থাকলেও ফুটবলারদের চুক্তি নিয়ে সমস্যা রয়েছে। কারণ কলকাতা দলের কর্তারা এখনও বুঝতে পারছেন না গত বারের নিয়মই আইএসএল সংগঠকরা রাখবেন, না বদলে দেবেন। সুব্রতবাবু বললেন, ‘‘আইএসএল কর্তৃপক্ষ হয়তো জানুয়ারির মাঝামাঝি টুর্নামেন্টের নিয়মকানুন পাঠাবে। তত দিন পর্যন্ত আমরা কোনও ফুটবলারকে সই করাব না। এখন নিয়ম আছে পাঁচ জন করে স্বদেশি আর বিদেশি ফুটবলার আটকে রাখা যাবে। কিন্তু যদি নতুন নিয়মে সব ফুটবলারকেই ওপেন করে দেওয়া হয় তা হলে যাদের সঙ্গে চুক্তি করে ফেলব তাদের নিয়ে সমস্যা হবে।’’

আটলেটিকো সূত্রের খবর, মার্কি ফুটবলার নির্বাচন নিয়ে সতর্ক থাকার পাশাপাশি এ বার স্বদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে হাবাসকেই পূর্ণ দায়িত্ব দেওয়া হবে। বিতর্ক এড়াতে প্রত্যেক ফুটবলারকে নেওয়ার আগে কোচের মতামত নেওয়া হবে। জানা গিয়েছে, হাবাস তাঁর পছন্দের আরও কিছু স্বদেশি ফুটবলারের নাম দিয়ে গিয়েছেন এটিকে কর্তাদের কাছে। কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিরা সেই প্লেয়ারদের নাম জেনে গেলে দল গড়ায় সমস্যা হতে পারে বলে তা আপাতত প্রকাশ্যে আনা হচ্ছে না। আইএসএলের আমন্ত্রণে রবিবার গোয়ায় ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন এটিকে সচিব-সহ কয়েক জন কর্তা। সেখানে কবে পরের মরসুমের ফুটবলারদের নেওয়ার নিয়ম আইএসএল সংগঠকেরা জানাবেন তা নির্দিষ্ট ভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে আটলেটিকো কলকাতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isl ATK to retain Iain Hume
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE