চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আতলেতিকো দে মাদ্রিদ।
বুধবার রাতে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে ০-০ ড্র করে দু’পর্ব মিলিয়ে ৪-২ জিতে কোয়ার্টার ফাইনালে উঠল আতলেতিকো। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট ও কার্ড সমস্যায় দলে ছিল না অনেক ফুটবলার। তরুণ ফুটবলারদের নামিয়েও শেষ আটে পৌঁছল আতলেতিকো। গোল না করতে পারলেও দলের পারফরম্যান্সে খুশি আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে। ‘‘আমার অনেক ফুটবলার ছিল না। তাতেও আমি খুশি কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে,’’ বলছেন সিমেওনে।
বেশ কয়েক দিন ধরেই ফুটবলবিশ্বে গুজব উঠছে, আগামী মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করতে চলেছেন আতলেতিকো স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যান। কিন্তু তিনি জল্পনা উড়িয়ে দিয়েছেন। গ্রিজম্যান বলছেন, ‘‘কোনও ক্লাবের তরফে প্রস্তাব পেলে তো ভাবার প্রশ্ন উঠছে। এটুকু বলতে পারি, আমি এখন আতলেতিকোর ফুটবলার।’’