Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আলিয়াঞ্জ দুর্গে চরম পরীক্ষা আটলেটিকোর

প্রথম রাউন্ডে দিয়েগো সিমিওনে-১ : পেপ গুয়ার্দিওলা-০। মঙ্গলবার রাতে ইউরোপীয় ফুটবলের দুই সোনার মগজের লড়াইয়ের দ্বিতীয় রাউন্ড। আসলে চূড়ান্ত পর্ব। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াই। যেখানে একটা দলের মিলান যাওয়ার স্বপ্নপূরণ হবে। আর এক দলের জন্য ‘আসছে বছর আবার হবে।’ কিন্তু একটু হলেও এই রাউন্ডে অ্যাডভান্টেজ গুয়ার্দিওলা।

ম্যাচের আগের দিন বায়ার্ন কোচ। ছবি: এএফপি

ম্যাচের আগের দিন বায়ার্ন কোচ। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০৩:৪২
Share: Save:

প্রথম রাউন্ডে দিয়েগো সিমিওনে-১ : পেপ গুয়ার্দিওলা-০।

মঙ্গলবার রাতে ইউরোপীয় ফুটবলের দুই সোনার মগজের লড়াইয়ের দ্বিতীয় রাউন্ড। আসলে চূড়ান্ত পর্ব। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াই। যেখানে একটা দলের মিলান যাওয়ার স্বপ্নপূরণ হবে। আর এক দলের জন্য ‘আসছে বছর আবার হবে।’ কিন্তু একটু হলেও এই রাউন্ডে অ্যাডভান্টেজ গুয়ার্দিওলা।

যিনি পাবেন ইউরোপের সেই মাঠ যা বিপক্ষের জন্য এখন ত্রাস হয়ে উঠেছে। যে মাঠে খেলা মানেই বেশির ভাগ সময় বিপক্ষকে ম্যাচ শেষে মাথা নিচু করে বেরোতে হচ্ছে। বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনা যা কোনও দুর্গের থেকে বোধহয় কম কিছু নয়।

এ বারের পরিসংখ্যানই বলবে বায়ার্নে গুয়ার্দিওলার শেষ মরসুমকে স্মরণীয় বানাতে ঠিক কতটা সাহায্য করছে আলিয়াঞ্জ। বুন্দেশলিগায় এখনও পর্যন্ত ঘরের মাঠে মাত্র একটা ম্যাচ হেরেছে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে জুভেন্তাসের বিরুদ্ধে সেই অলৌকিক প্রত্যাবর্তনও ছিল আলিয়াঞ্জের মাঠে। যে ম্যাচে দ্বিতীয়ার্ধেও একটা সময় ০-২ পিছিয়ে থেকে ৪-২ জেতে বায়ার্ন। কিন্তু সে সবও দূরে রেখে বায়ার্নের সুপার-কোচ সতর্ক করে দিচ্ছেন নিজের দলকে। বলছেন, ‘‘মঙ্গলবারের ম্যাচটা সম্পূর্ণ আলাদা হবে। আমাদের আরও ভাল করে খেলতে হবে। আটলেটিকো দল হিসেবে খুব ভাল। তবে আমরাও তৈরি।’’

বুন্দেশলিগা জেতার থেকে মাত্র তিন পয়েন্ট দূরে গুয়ার্দিওলা। কিন্তু কিংবদন্তি কোচের মতে, দলকে চ্যাম্পিয়ন্স লিগ দিতে না পারলে তাঁর বায়ার্ন-পর্বে খুব বড় একটা শূন্যস্থান থেকে যাবে। ‘‘আমি একটা জার্মান কাগজে পড়েছিলাম বায়ার্নে যদি চ্যাম্পিয়ন্স লিগ না জিততে পারি তা হলে আমি সফল নই। তাই আমিও তৈরি চ্যালেঞ্জ নিতে,’’ বলেছেন গুয়ার্দিওলা। মহারণের আগে চোট সারিয়ে বায়ার্নের প্রথম দলে ফিরতে চলেছেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জেরোম বোয়াতেং। আবার দলের তারকা ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরিও কোচকে ঠারেঠোরে বুঝিয়ে রাখছেন তাঁকে রিজার্ভে বসানোর ভুল যাতে না করেন গুয়ার্দিওলা।

প্রথম লেগে ১-০ এগিয়ে থেকেও অবশ্য ‘আন্ডারডগ’ তকমা নিয়ে মঙ্গল-রাতের লড়াইয়ে নামছে আটলেটিকো। তাতে অবশ্য খুব বেশি চিন্তিত নন কোচ সিমিওনে। কারণ তাঁর দলের রক্ষণ তো মেসি-রোনাল্ডোদেরও এ মরসুমে ঘুম পাড়িয়ে রাখছে। একের পর এক বিস্ময়কর রেজাল্ট উপহার দিচ্ছে। বায়ার্নের যদি হাতিয়ার হয় আলিয়াঞ্জ, তা হলে আটলেটিকোও ২০১২-র চেলসি হয়ে উঠতে তৈরি। যখন এই আলিয়াঞ্জই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের স্বপ্নভঙ্গের কারণ হয়ে উঠেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Atletico Madrid Bayern Munich Champions League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE