Advertisement
০৫ মে ২০২৪

অর্ধেক দল বদলে ফেলল অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টের দল থেকে ছ’জনকে বাদ দিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে বৃহস্পতিবার থেকে শুরু দিন-রাতের টেস্টে অভিষেক হতে পারে চার জনের। যে পরিবর্তনকে এ প্রজন্মের সবচেয়ে বড় বদল বলে মনে করছে ব্যাগি গ্রিনের দেশ।

সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০৩:০৫
Share: Save:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টের দল থেকে ছ’জনকে বাদ দিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে বৃহস্পতিবার থেকে শুরু দিন-রাতের টেস্টে অভিষেক হতে পারে চার জনের। যে পরিবর্তনকে এ প্রজন্মের সবচেয়ে বড় বদল বলে মনে করছে ব্যাগি গ্রিনের দেশ। ১৯৮৪-র পরে কোনও অস্ট্রেলীয় দলে ছ’জনকে বদলানো হয়নি। সে বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পিঠোপিঠি সিরিজে ছ’টা বদল হয়েছিল টিমে। যার জেরে অধিনায়কত্ব খোয়াতে হয়েছিল কিম হিউজকে।

হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইনিংস হার ও সিরিজ খোয়ানোর জেরে টিম থেকে বাদ পড়েছেন জো বার্নস, ক্যালাম ফার্গুসন, পিটার নেভিল এবং জো মেনি। অ্যাডাম ভোজেস শেফিল্ড শিল্ডের ম্যাচে মাথায় চোট পাওয়ায় তাঁকেও দলে রাখা হয়নি। অ্যাডিলেড টেস্টে অভিষেক হতে পারে তিন ব্যাটসম্যান ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকোম্ব এবং নিক ম্যাডিনসনের। এ ছাড়াও নেওয়া হয়েছে সুইং বোলার চ্যাড সেয়ার্সকে। ২০১৩-এ ভারতে শেষ টেস্ট খেলা উইকেটকিপার ম্যাথু ওয়েডও টিমে ডাক পেয়েছেন।

‘‘আমাদের বলা হয়েছিল টেস্ট টিমটাকে ঢেলে সাজাতে। এখনই দল ঘুরে দাঁড়াবে, সেই আশা করছি না। তবে এই টিমটার উপর তা-ও কিছুটা আস্থা রয়েছে,’’ কঠোর এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন অন্তর্বর্তিকালীন নির্বাচক প্রধান ট্রেভর হন্স। ১৯৭৮-র পর এই প্রথম এক টেস্টে চার জনের অভিষেক হওয়ার সম্ভাবনা। যা নিয়ে হন্স বলেছেন, ‘‘আমরা ক্রিকেটারদের চারিত্রিক কাঠিন্য দেখে ওদের টিমে নিয়েছি। হালফিলে প্রচুর টেস্ট ম্যাচ হেরেছি। সব কিছু নতুন করে সাজিয়ে ভবিষ্যতের দিকে তাকানোর সময় এসে গিয়েছিল। তাই এই পদক্ষেপ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Australia test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE