অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে টেস্ট সিরিজ জিতে নিল পাকিস্তান। নেপথ্যে মহম্মদ আব্বাসের আগুনে বোলিং। আবু ধাবিতে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিলেন অস্ট্রেলিয়াকে।
বিশ্ব ক্রিকেটের নতুন তারকার উত্থানের কাহিনিও তাঁর বোলিংয়ের মতোই রোমাঞ্চকর। ১৯৯০ সালের ১০ মার্চ পাকিস্তানের সিয়ালকোটে জন্ম আব্বাসের। পরিবারের অভাব দূর করতে শৈশবেই ব্যস্ত হয়ে পড়েছিলেন অর্থ উপার্জন করতে। কিন্তু স্থানীয় একটি চামড়ার কারখানায় ঝালাইয়ের কাজ করতে করতেই ক্রিকেটে হাতেখড়ি আব্বাসের। ২০০৯ সালে সিয়ালকোট স্ট্যালিয়নে যোগ দেন এই ডান-হাতি পেসার। কিন্তু পাকিস্তানের জাতীয় দলে খেলার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। গত বছর হঠাৎই ছবিটা বদলে যায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের আগে জাতীয় দলে ডাক পান আব্বাস। অভিষেক টেস্টের অভিজ্ঞতা অবশ্য একেবারেই ভাল নয় তাঁর। প্রথম টেস্টে প্রথম ইনিংসে আব্বাস ২২ ওভারে ৬৩ রান দিয়ে মাত্র এক উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁকে দিয়ে বলই করাননি তখনকার পাক অধিনায়ক মিসবা-উল-হক। দ্বিতীয় টেস্টেই জ্বলে ওঠেন আব্বাস। প্রথম ইনিংসে নিয়েছিলেন চার উইকেট। দ্বিতীয় ইনিংসে নেন দুই উইকেট। যদিও পাকিস্তান হেরে গিয়েছিল ১০৬ রানে। তৃতীয় টেস্টে আব্বাসের জন্যই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। প্রথম ইনিংসে নেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে পান মাত্র একটি। পাকিস্তান সেই টেস্ট জিতেছিল ১০১ রানে। কাউন্টি ক্রিকেটেও এক দিনে দশ উইকেট নিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। শুক্রবার আবু ধাবিতে তাঁর দাপটেই পাকিস্তান জিতল ৩৭৩ রানে। অস্ট্রেলিয়ার ইতিহাসে এই নিয়ে চতুর্থ লজ্জাজনক হার।
দুবাইয়ে প্রথম টেস্ট ড্র হয়েছিল। আবু ধাবি টেস্টের উপরেই সিরিজের ভাগ্য নির্ভর করছিল। এই টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৮২ রান তুলেছিল পাকিস্তান। ব্যাট করতে নেমে ১৪৫ রানে শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার লড়াই। ১২.৪ ওভারে ৩৩ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন আব্বাস। দ্বিতীয় ইনিংস ৯ উইকেটে ৪০০ রান তুলে ডিক্লেয়ার দেয় পাকিস্তান। কিন্তু ১৬৪ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ১৭ ওভারে ৬২ রান দিয়ে পাঁচ উইকেট নেন আব্বাস। সেই সঙ্গে নতুন কীর্তিও গড়লেন পাক পেসার। প্রথম ক্রিকেটার হিসেবে মরুশহরে টেস্টে ১০ উইকেট নিলেন তিনি। ম্যাচ এবং সিরিজের সেরাও হলেন। উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেন টুইটারে লিখেছেন, ‘‘বিশ্বের নতুন এক নম্বর টেস্ট বোলার আসছে...মহম্মদ আব্বাস।’’ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, ‘‘আজ সকালে আমাকে অন্তত দশ বার আউট করল মহম্মদ আব্বাস। যে কোনও পরিবেশেই সেরা বোলার।’’