Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ মে ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

টেস্ট সিরিজ হারবে ভারত, ভবিষ্যদ্বাণী মাইকেল ভনের

সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট নিয়ে ক্রিকেটমহলের আগ্রহ তুঙ্গে। ভনের অবশ্য সিরিজের ফলাফল নিয়ে কোনও সংশয় নেই। অস্ট্রেলিয়াই জিতবে বলে সোশ্যাল মিড

নিজস্ব প্রতিবেদন
২১ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৭
Save
Something isn't right! Please refresh.
নেথান লায়নই বাজিমাত করবেন, বিশ্বাস ভনের। ফাইল ছবি।

নেথান লায়নই বাজিমাত করবেন, বিশ্বাস ভনের। ফাইল ছবি।

Popup Close

বিরাট কোহালির ভারত পারবে না। সিরিজ জিতবে টিম পেনের অস্ট্রেলিয়াই। সিরিজের প্রথম দুই টেস্টে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা থেকে এমনই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন

চার টেস্টের সিরিজ এখন ১-১ অবস্থায়। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ৩১ রানে জিতেছিল ভারত। পার্‌থে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। এই অবস্থায় সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট নিয়ে ক্রিকেটমহলের আগ্রহ তুঙ্গে। ভনের অবশ্য সিরিজের ফলাফল নিয়ে কোনও সংশয় নেই। অস্ট্রেলিয়াই জিতবে বলে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন তিনি।

ভনের মতে, দুই দলের মধ্যে তফাত গড়ে দেবেন অফস্পিনার নেথান লায়ন। প্রথম দুই টেস্টে অজি স্পিনার দুরন্ত ছন্দেও ছিলেন। দুই টেস্টে ১৬ উইকেট নিয়েছেন তিনি। পাঁচ উইকেট নিয়েছেন দু’বার। পার্‌থ টেস্টে তিনিই হয়েছেন ম্যাচের সেরা। ভন দাবি করেছেন, সিরিজের বাকি দুই টেস্টেও ভনই বাজিমাত করবেন। ভারতকে হারাতে বড় ভূমিকা নেবেন তিনিই।

Advertisement

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)Something isn't right! Please refresh.

Advertisement