Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Sports News

যুব বিশ্বকাপের আয়োজক কমিটির সহ-সভাপতি বাবুল সুপ্রিয়

গানটাই ছিল তাঁর পরিচিত হয়ে ওঠার প্রথম ধাপ। বলিউডে পর পর হিট দিয়ে ঢুকে পড়েছিলেন সঙ্গীতপ্রেমীদের অন্দরে। এর পর সময় বদলেছে। বদলেছে বাবুল সুপ্রিয়র স্ট্যাটাসও। গায়ক থেকে ক্রমশ হয়ে উঠেছেন রাজনীতিবিদ। এখন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ২২:১৯
Share: Save:

গানটাই ছিল তাঁর পরিচিত হয়ে ওঠার প্রথম ধাপ। বলিউডে পর পর হিট দিয়ে ঢুকে পড়েছিলেন সঙ্গীতপ্রেমীদের অন্দরে। এর পর সময় বদলেছে। বদলেছে বাবুল সুপ্রিয়র স্ট্যাটাসও। গায়ক থেকে ক্রমশ হয়ে উঠেছেন রাজনীতিবিদ। এখন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এ বার সেই বাবুল সুপ্রিয়র মুকুটে নতুন পালক লাগিয়ে দিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।

এই বছরই ভারতের মাটিতে বসতে চলেছে যুব ফুটবল বিশ্বকাপের আসর। ইতিমধ্যে সেজে উঠছে সব ভেন্যু। বার কয়েক ঘুরেও গিয়েছেন ফিফার প্রতিনিধিরা। এমনটাও শোনা গিয়েছে বিশ্বকাপের ফাইনাল হতে পারে যুবভারতীতেই। এর সঙ্গে যুক্ত হয়ে গেল আরও এক বাঙালির নাম। তিনি বাবুল সুপ্রিয়। তাঁকে যুব বিশ্বকাপের আয়োজক কমিটির সহ-সভাপতি করা হল। বুধবার এই তথ্য স্বয়ং টুইটারে ঘোষণা করলেন এআইএফএফ সভাপতি প্রফুল পটেল। তিনি লেখেন, ‘‘বাবুল সুপ্রিয়কে স্বাগত। আমি আমার বন্ধু ও বড় ফুটবল ফ্যানকে যুব বিশ্বকাপের আয়োজক কমিটির সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করলাম।’’

আরও খবর: আউট হয়েই বোলারকে এ রকম মার! দেখুন ভিডিও

বাবুল সুপ্রিয়ও পাল্টা টুইট করে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘ধন্যবাদ প্রফুল পটেলজি, আমাকে সহ-সভাপতি করার জন্য। আমি উচ্ছ্বসিত।’’ বাবুল সুপ্রিয় মোহনবাগান ফ্যান হিসেবেই এতদিন পরিচিত ছিল ফুটবল মহলে। এখন নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ৬-২৮ অক্টোবর পর্যন্ত হবে বিশ্বকাপ। টুর্নামেন্টের ড্র হবে ৭ জুলাই। ২১ থেকে ২৭ মার্চ ফিফার প্রতিনিধি দল ভারতে আসবে স্টেডিয়াম পরিদর্শনের জন্য। ছ’টি শহরে ঘুরবেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE