স্টিভ ওয় রুমে বসে কোহলি দর্শন অনুষ্কার
সিডনি থেকে ছবি ও প্রতিবেদন দেবাশিস সেন
ক্যামেরা তাঁকে সারাক্ষণ খুঁজে বেড়াল এসসিজি-তে। খেলা শুরুর আগে ভিক্টর ট্রাম্পার স্ট্যান্ডে স্টিভ ওয় রুমে এসে তাঁর বসা থেকে বিরাট কোহলির মাত্র ১ করে আউট হয়ে যাওয়া পর্যন্ত। আর সেটুকু সময়ের মধ্যেই অনুষ্কা শর্মার জন্য সিডনি ক্রিকেট গ্রাউন্ড আনন্দ থেকে বিষাদে পরিণত হয়ে উঠল বৃহস্পতিবার। একই হসপিটালিটি বক্সে অনুষ্কার সঙ্গে ম্যাচ দেখেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা, পরিবার সমেত। কাকতালীয়ই বটে, তবে অস্ট্রেলিয়া ইনিংসে কোহলি যে ক্যাচটা ফস্কান, সেটা তাঁর বলিউডি প্রেমিকা অনুষ্কা শর্মা যে স্ট্যান্ডে বসে খেলা দেখছিলেন তার কাছাকাছিই। পরে কোহলি যখন ওয়ান ডাউন ক্রিজে এলেন তখন অনুষ্কা-কেন্দ্রিক উন্মাদনা এসসিজি-তে তুঙ্গে। টিভিতে ঠিক তখনই ‘এনএইচ১০’-এর নায়িকার হাসিমুখের ক্লোজ আপ। সেই চোখেমুখে আত্মবিশ্বাসআমার মানুষটা এ বার নিজের কাজটা করবে। অনুষ্কার সামনে কাপ-সেমিফাইনালে কোহলির ব্যাট বাড়তি আরও কতটা ঝলসাবে সিডনি মাঠের ওই বিশেষ স্ট্যান্ডের দর্শকদের আলোচনা একটু এগোতে না এগোতেই চূড়ান্ত অ্যান্টিক্লাইম্যাক্স! মিচেল জনসনের বলে কট বিহাইন্ড কোহলি। সঙ্গে সঙ্গে মাঠের একাধিক টিভি ক্যামেরার লক্ষ্যবস্তু হয়ে উঠলেন অনুষ্কা। স্বভাবতই সেই মুখ তখন হতাশায় ভরা। পরক্ষণেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে হিড়িক পড়ে যায় অনুষ্কার সামনে এ বারের বিশ্বকাপে প্রথম ইনিংসে কোহলির রান-খরা নিয়ে জোকসের। যার কয়েকটা শালীনতার মাত্রাও ছাড়িয়ে গিয়েছে!