অসফল বিদেশি কোচেদের বিরুদ্ধে সরব হলেন সঞ্জয় সেন। তোপ দেগে দিলেন প্রাক্তন ও বতর্মান জাতীয় কোচের বিরুদ্ধেও।
বাগানকে তেরো বছর পর আই লিগ দেওয়া কোচ এক অনুষ্ঠানে বুধবার বলে দিলেন, ‘‘আমি বিদেশি কোচেদের বিরুদ্ধে নই। কিন্তু যাঁদের নিজের দেশে বা অন্য কোথাও সাফল্য নেই তাঁদের কোচ করে এনে লাভ কী হচ্ছে? ওঁদের চেয়ে স্বদেশি কোচেরা অনেক বেশি সাফল্য দিয়েছে ক্লাবগুলোকে।’’ সঞ্জয়ের লক্ষ্য যে ট্রেভর মর্গ্যান বা এলকো সতৌরিরা তা বুঝতে অসুবিধা হয় না। এখানেই থেমে থাকেননি বাগান কোচ। প্রাক্তন জাতীয় কোচ উইম কোভারম্যান্স বা বর্তমান কোচ স্টিভন কনস্ট্যান্টাইনকেও এক-হাত নেন সঞ্জয়। বলে দেন, ‘‘কোভারম্যান্স তিন বছর ধরে কী করল? কোথায় নিয়ে গেল আমাদের? আর স্টিভন তো দেশের সব কোচেদের সঙ্গে কথা না বলে কিছু প্রাক্তন ফুটবলার নিয়ে চলছে। ওর কাছে প্রো-লাইসেন্সের কোনও দাম নেই। আমি তাই সুযোগ থাকলেও ওই কোর্সটা করছি না। ক্লাবের দায়িত্ব এবং পারিবারিক কিছু সমস্যাও আছে।’’
সতীর্থ ফুটবলার ও বন্ধু ভুবন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী-র মোহনবাগানকে নিয়ে করা একটি গানের ক্যাসেটের উদ্বোধন করতে ভবানীপুর তাঁবুতে এসেছিলেন সনি নর্ডিদের কোচ। সঙ্গে ছিলেন ফুটবল সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়ও। সেখানে দাঁড়িয়ে বাগান নিয়ে তাঁর পরিকল্পনার কথা বলেন সঞ্জয়। ‘‘পাঁচ বছর মোহনবাগান কলকাতা লিগ পায়নি। ওটা পেলে ভাল হয়। কিন্তু জানি না আইএসএলের জন্য কত জন ফুটবলার পাব? কলকাতা লিগকে দল তৈরির কাজে ব্যাবহার করতে চাই। সে জন্য কিছু স্থানীয় ভাল ফুটবলারও নিয়েছি।’’ তবে জানিয়ে দেন, কলকাতা লিগ তিনি মরসুমের তৃতীয় লক্ষ্য হিসাবে রাখতে চান। ‘‘আমার প্রথম লক্ষ্য ফের আই লিগ জেতা। পরের লক্ষ্য এএফসি কাপ। এর পর কলকাতা লিগ। কয়েক দিনের মধ্যেই এ সব নিয়ে আলোচনায় বসব কর্তাদের সঙ্গে,’’ বলে দিলেন সঞ্জয়। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই যিনি নতুন মরসুমের অনুশীলন শুরু করে দিতে চাইছেন।
কত জন বিদেশিকে কলকাতা লিগে শেষ পর্যন্ত পাবেন, বুঝতে পারছেন না বাগান কোচ। বললেন, ‘‘শুনলাম নর্ডি হাইতির ছাব্বিশ জনের প্রাথমিক দলে আছে। মূল দল ঘোষণার পর বুঝতে পারব ওকে কবে পাব। ব্রাজিলিয়ান গুস্তাভো আর কাতসুমিকে পেয়ে যাচ্ছি। তবে ওয়েলকাম বলে যে স্ট্রাইকার আসার কথা বলা হচ্ছে তাকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। আমার কাছে আরও কিছু সিডি এসেছে সেগুলো দেখতে হবে।’’ বাগানের স্ট্রাইকার জেজেকে নিয়ে হঠাৎ-ই কিছু সমস্যা তৈরি হয়েছে। তিনি সই করার ব্যাপারে টালবাহানা করছেন বলে খবর। তাঁর সঙ্গে কথা বলছেন বাগান কোচ।