Advertisement
১০ মে ২০২৪
সুনীলদের সিডি দেখাবেন সঞ্জয়

বেঙ্গালুরুর হোটেলে ‘নো এন্ট্রি’ বোর্ড ঝোলাতে চাইছে বাগান

সনি নর্ডিরা যাতে আত্মতুষ্ট হয়ে না পড়েন, তাঁদের যাতে ফোকাস নষ্ট না হয়, সে জন্য অভিনব রাস্তা নিচ্ছে মোহনবাগান। বেঙ্গালুরুতে সঞ্জয় সেনের টিম যে হোটেলে থাকবে, সেখানে সবার জন্য ঝুলিয়ে দেওয়া হচ্ছে ‘নো এন্ট্রি’ বোর্ড। ম্যানেজার সত্যজিৎ চট্টোপাধ্যায়-সহ যে বাইশ জন খেতাব জয়ের জন্য শেষ ম্যাচ সদস্য হিসাবে যাচ্ছেন, তাঁদের বাদে আর কাউকেই হোটেলে ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন বাগান কর্তৃপক্ষ। সোমবার সকালে শেষ ম্যাচের প্রস্তুতি নিয়ে কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাগান কোচ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০২:৫২
Share: Save:

সনি নর্ডিরা যাতে আত্মতুষ্ট হয়ে না পড়েন, তাঁদের যাতে ফোকাস নষ্ট না হয়, সে জন্য অভিনব রাস্তা নিচ্ছে মোহনবাগান।
বেঙ্গালুরুতে সঞ্জয় সেনের টিম যে হোটেলে থাকবে, সেখানে সবার জন্য ঝুলিয়ে দেওয়া হচ্ছে ‘নো এন্ট্রি’ বোর্ড। ম্যানেজার সত্যজিৎ চট্টোপাধ্যায়-সহ যে বাইশ জন খেতাব জয়ের জন্য শেষ ম্যাচ সদস্য হিসাবে যাচ্ছেন, তাঁদের বাদে আর কাউকেই হোটেলে ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন বাগান কর্তৃপক্ষ। সোমবার সকালে শেষ ম্যাচের প্রস্তুতি নিয়ে কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাগান কোচ। সেখানে তিনি প্রস্তাব দেন, টিমের ফোকাস ঠিক রাখার জন্য সরকারি ভাবে যে টিম যাচ্ছে, তাদেরই শুধু একটি হোটেলে রাখা হোক। তা মেনে নেন কর্তারা। অর্থ সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমরা যারা বেঙ্গালুরুতে টিমকে সমর্থন করতে যাব, তারাও অন্য হোটেলে থাকব। হোটেলকে বলে দেওয়া হচ্ছে কলকাতা থেকে আসা কাউকেই যেন কোনও ঘর না দেন।’’

আসলে প্রায় তেরো বছর পর আই লিগ খেতাবের একেবারে সামনে এসে দাঁড়িয়েছেন শিল্টন পাল, পিয়ের বোয়ারা। সুনীল ছেত্রীদের সঙ্গে ম্যাচ ড্র করতে পারলেই আই লিগ চলে আসবে শতবর্ষ প্রাচীন ক্লাব তাঁবুতে। আর সেই বহু আকাঙ্খিত ঘটনার সাক্ষী হতে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছেন বহু বাগান সদস্য-সমর্থক। যা খবর তাতে প্রায় আড়াইশো সমর্থক আগামী রবিবার কান্তিরোভা স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য রেল এবং বিমানের টিকিট পাওয়ার চেষ্টা করছেন। পুণে এবং মুম্বই থেকেও ক্লাবের বহু প্রবাসী সমর্থক আসছেন কাতসুমিদের সমর্থন করতে। তাঁরা এসে যাতে টিম হোটেলে ঢুকে আবেগের আতিশয্যে হইচই করে ফুটবলারদের মনোসংযোগ নষ্ট না করেন সেই জন্যই ঝুলিয়ে দেওয়া হচ্ছে ‘নো এন্ট্রি’ বোর্ড।

শুক্রবার ভোরের বিমানে আই লিগের শেষ ম্যাচ খেলতে যাচ্ছে বাগান। সে দিন বিকেলেই বেঙ্গালুরুতে অনুশীলন করাবেন বলে ঠিক করে রেখেছেন বাগান কোচ। কিন্তু সোমবার রাত পর্যন্ত তাদের হোটেল ঠিক হয়নি। না হওয়ার অন্যতম কারণ বাগানের নিষেধাজ্ঞা। একই সঙ্গে তিনটি হোটেলের সঙ্গে এ জন্যই কথা চালাচ্ছেন তারা। কর্তারা হোটেল ম্যানেজমেন্টের কাছে প্রতিশ্রুতি আদায় করে নিতে চাইছেন এই বলে যে, কলকাতা থেকে আসা কাউকেই যাতে ওই তিন দিন কোনও ঘর না দেওয়া হয়।

ওডাফাদের হারিয়ে রবিবার বিশ্রাম নেওয়ার পর সোমবারও কার্যত রোদে পুড়তে হয়নি কাতসুমি-প্রীতমদের। সিএবি-র জিমে এ দিন ফিজিক্যাল ট্রেনিং করেন বাগান ফুটবলাররা। বাগান কোচ বললেন, ‘‘পর পর ম্যাচ খেলে ছেলেরা ক্লান্ত। তাদের বিশ্রাম দরকার। বেশি পরিশ্রম করাতে চাইছি না। সে জন্যই ওদের সঙ্গে আলোচনা করে প্র্যাকটিস সিডিউল ঠিক করছি। মঙ্গলবার মাঠে অনুশীলনের পর আবার ওদের সঙ্গে বসে ঠিক করব পরের দু’দিন আমরা কী করব।’’

বেঙ্গালুরুর বিরুদ্ধে কী ভাবে দল সাজাবেন তা এখনও ঠিক করেননি সঞ্জয়। তিনি গোয়ায় অ্যাশলে ওয়েস্টউডের টিমের সঙ্গে ডেম্পো ম্যাচের সিডির জোগাড়ের চেষ্টা করছেন। বললেন, ‘‘আশা করছি কাল বা পরশু ওই সিডি পেয়ে যাব। টিম মিটিংয়ে সেটা দেখানোর পরই স্ট্র্যাটেজি ঠিক করব।’’ বাগান কোচ মনে করছেন, সনি, বোয়াদের মানসিক ভাবে প্রস্তুত রাখাটাই আসল কাজ। সে জন্য অবশ্য কোনও মনোবিদের সাহায্য নিতে চান না সঞ্জয়। বলছিলেন, ‘‘আমিই ওই কাজটা করব। ফুটবলাররা নিজেরাই যথেষ্ট ফোকাসড। শুধু সেটাকে কার্যকর করতে হবে আগামী রবিবার।’’ ক্লাব সূত্রের খবর, আজ মঙ্গলবার ১৮ জনের দল বাছবেন বাগান কোচ। স্পোর্টিং ক্লুব ম্যাচের দলই সম্ভবত রেখে দিতে চাইছেন তিনি।

কর্তারা অবশ্য সোমবার থেকেই ফুটবলারদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলতে শুরু করেছেন। যাতে মাইনে-সহ নানা বিষয় নিয়ে কারও কোনও ক্ষোভ থাকলে তা সহজে মিটে যায়। স্পনসররা টাকা না দিলেও বাগান কর্তারা নানা ভাবে চেষ্টা করছেন যাতে সনি-বোয়াদের মাইনে যতটা সম্ভব দিয়ে দেওয়া যায়। এ দিকে ঘোষণা মতো গোলদাতাদের পুরস্কার অর্থ দেবের সচিব পদে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী বলরাম চৌধুরী। বৃহস্পতিবার সকালেই স্পোর্টিং ম্যাচের দু‌ই গোলদাতা শেহনাজ সিংহ এবং সনিকে পঁচিশ হাজার টাকা করে দেবেন তিনি। বললেন, ‘‘বেঙ্গালুরুতে যে-ই গোল করে দলকে জেতাবে তাঁকে পঞ্চাশ হাজার টাকা করে দেব।’’ এ দিকে আজ বাগানের কর্মসমিতির সভায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন টুটু বসু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE