Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports News

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রেখে দেওয়া হল বাঙ্গার, শ্রীধরকে

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রেখে দেওয়া হল ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ও আর শ্রীধরকে। এই বছর মার্চেই ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের চুক্তি শেষ হয়ে গিয়েছিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মে ২০১৭ ১৮:১২
Share: Save:

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রেখে দেওয়া হল ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ও আর শ্রীধরকে। এই বছর মার্চেই ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। জুনে নতুন করে সিদ্ধান্ত হওয়ার কথা। কিন্তু তার মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি পড়ে যাওয়ায় পুরনো সাপোর্ট স্টাফদেরই রেখে দিচ্ছে বিসিসিআই। বিসিসিআই-এর ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী বলেন, ‘‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের সাপোর্ট স্টাফদের রেখে দেওয়া হচ্ছে। একটাই পরিবর্তন হচ্ছে দলে। কপিল মলহোত্রকে পাঠানো হচ্ছে ম্যানেজার হিসেবে। বাঙ্গার ও শ্রীধরের চুক্তি এই টুর্নামেন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।’’

আরও খবর: চ্যাম্পিয়ন্স ট্রফি: ১১ বছর পর যুবরাজ, ছ’বার খেলতে চলেছেন শোয়েব

কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের চুক্তি অনুযায়ী কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকা কেউই ভারতীয় দলের সঙ্গে থাকতে পারবেন না। যদিও বাঙ্গার কোনও আইপিএল দলের সঙ্গে যুক্ত নন। কিন্তু শ্রীধর কিংস একাদশ পঞ্জাবের সঙ্গে যুক্ত। ফিজিও অ্যান্ড্রু লিপাসও ভারতীয় দলের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে বাঙ্গারকে নিয়োগ করা হয়েছিল। তখন ভারতীয় দলের দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী। গত বছর সেই জায়গায় জিম্বাবোয়ে ট্যুরে দলের সঙ্গে গিয়েছিলেন অভয় শর্মা। এর পর অবশ্য আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ফিরিয়ে আনা হয় সঞ্জয় বাঙ্গারকে। শ্রীধরও রবি শাস্ত্রীর কোচিংয়েই শুরু করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sanjay Bangar R Sridhar Cricket Coaches
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE