Advertisement
০৭ মে ২০২৪

শাস্তির বিরুদ্ধে আবেদন বাংলাদেশের

একটি ক্রিকেট ওয়েবসাইট জানাচ্ছে, বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও চিফ এক্সিকিউটিভ ডেভ রিচার্ডসনের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেন। তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত তাসকিনের ব্যাপারে আমরা আইসিসির সঙ্গে একমত নই।

বেঙ্গালুরু শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:১৪
Share: Save:

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নির্বাসনের কোপে পড়া তাসকিন আহমেদের জন্য আবেদন করল বাংলাদেশ।

একটি ক্রিকেট ওয়েবসাইট জানাচ্ছে, বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও চিফ এক্সিকিউটিভ ডেভ রিচার্ডসনের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেন। তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত তাসকিনের ব্যাপারে আমরা আইসিসির সঙ্গে একমত নই। ওর বিরুদ্ধে রিপোর্ট নিয়ে আমাদের সন্তুষ্ট হওয়ার কোনও কারণ নেই।’’ সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘‘এটা খুবই হতাশাজনক। তাই আসিসির কাছে আমরা আবেদন করেছি। আমাদের আবেদনে কয়েকটা যুক্তি তুলে ধরা হয়েছে।’’ এ রকমই জানাচ্ছে ক্রিকেট ওয়েবসাইটটি। এ ক্ষেত্রে আবেদনের যা পদ্ধতি পুরোপুরি সে পথে না হেঁটে যাতে দ্রুত তাসকিনের নির্বাসন তোলা যায় সেই চেষ্টাই চালাচ্ছে বাংলাদেশ বোর্ড।

বিসিবির আবেদনের আগে এ দিন বাংলাদেশ অধিনায়ক মাশরফি মর্তুজা বলেন, তাসকিনের আহমেদের বোলিং অ্যাকশনে সমস্যা নেই বলেই তাঁদের বিশ্বাস। তিনি বোলিং চালিয়ে যেতেই পারতেন। এখন যা অবস্থা তাতে চোট পাওয়া পেসার মুস্তাফিজুর রহমানকে খেলানো ছাড়া উপায় নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে মর্তুজা বলেন, ‘‘যা নিয়ম রয়েছে, সেটা আমরা মেনে চলব। আমরা বিশ্বাস করি অন্তত তাসকিনের কোনও সমস্যা নেই। ও বোলিং চালিয়ে যেতে পারে।’’ সঙ্গে মর্তুজা আরও যোগ করেন, ‘‘দু’জন গুরুত্বপূর্ণ প্লেয়ারের না থাকাটা বিরাট ধাক্কা। ওদের অভাব খুব অনুভব করব। ভাল খেলছিল দু’জনই। তাসকিনের তো গত আট ম্যাচে পারফরম্যান্স দুর্ধর্ষ। তবে আমাদের নিয়ম মেনে চলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

taskin icc bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE