Advertisement
০৪ মে ২০২৪

বিপজ্জনক বাংলাদেশ, হুঁশিয়ারি দোশীর

এই ম্যাচের সঙ্গে তাঁর আরও যোগাযোগ কারণ তিনি খেলেছেন বাংলার হয়েও। যদি ভারতের অন্যতম সেরা বাঁ হাতি স্পিনারের গলায় বিরাটদের জন্য সতর্কতা।

সুমিত ঘোষ
বার্মিংহাম শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ০৪:৪৯
Share: Save:

বার্মিংহামের কাউন্টি ওয়ারউইকশায়ারে তিনি খেলে গিয়েছেন। এমন একটা সময়ে যখন খুব বেশি ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডে খেলতে আসেননি। বৃহস্পতিবার তাঁর অতি পরিচিত সেই এজবাস্টনের পিচে বিরাট কোহালিদের সেমিফাইনাল।

এই ম্যাচের সঙ্গে তাঁর আরও যোগাযোগ কারণ তিনি খেলেছেন বাংলার হয়েও। যদি ভারতের অন্যতম সেরা বাঁ হাতি স্পিনারের গলায় বিরাটদের জন্য সতর্কতা। দিলীপ দোশী বলছেন, ‘‘ভারতই এগিয়ে। কাগজেকলমে আমরাই ফেভারিট। কিন্তু ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা সেটা তো আজই দেখা গেল। ইংল্যান্ডের মতো হট ফেভারিট টিমকে হারিয়ে দিল পাকিস্তান। আমাদেরও তাই সতর্ক থাকতে হবে। বাংলাদেশ কিন্তু বিপজ্জনক টিম।’’

বিরাটদের জন্য তাঁর আরও বার্তা, ‘‘বাংলাদেশ খুব ভাল ক্রিকেট খেলছে। সেই কারণেই ওরা সেমিফাইনাল খেলছে। তাই ওদের আন্ডারডগ ভাবার কোনও কারণ নেই।’’ ওয়ারউইকশায়ার এবং নটিংহ্যামশায়ারে হয়ে তিনি কাউন্টি খেলেছেন। এজবাস্টন নিয়ে কী পরামর্শ দেবেন ভারতীয় দলকে? দোশী বললেন, ‘‘আমি অনেক দিন আগে খেলেছি। তার থেকে পরিবেশ, পরিস্থিতি অনেক পাল্টে গিয়েছে। তাই আমার সময়ের সঙ্গে তুলনা করে কিছু বলা ঠিক হবে না।’’

লর্ডসে ভারতীয় দূতাবাসের দেওয়া পার্টিতে তিনি ছিলেন ফারুক ইঞ্জিনিয়ারের সঙ্গে। সেখানে কি অশ্বিন বা রবীন্দ্র জাডেজাকে কোনও বিশেষ পরামর্শ দিলেন? দোশীর জবাব, ‘‘আমি ওদের শুভেচ্ছা জানিয়েছি। ওরা ভাল খেলছে। আলাদা করে বলার কিছু নেই।’’ জানালেন, অশ্বিন দলে ফেরায় তিনি খুশি।

দোশী বলছেন ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অশ্বিন বোলিংয়ে পার্থক্য গড়ে দিয়েছিল। ফাস্ট বোলারদের সঙ্গে এক জন স্লো বোলার যদি ভাল থাকে বৈচিত্র্য যোগ হয়। বিশেষ করে অশ্বিনের মতো বিশ্বমানের এক জন স্পিনার থাকাটা বিরাট সুবিধে।’’

ফাইনাল কি ভারত বনাম পাকিস্তানেরই হচ্ছে? বাংলা এবং ভারতের প্রাক্তন স্পিনার ফের সাবধানী। বললেন, ‘‘সেরা অঘটন ঘটল আজ। এর পর আর কোনও পুর্বাভাস নয়। আমার মনে হয় বিরাটরাও ফাইনাল নিয়ে ভাবছে না আজ। ওদের লক্ষ্য আগে সেমিফাইনাল জেতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE