Advertisement
১৬ মে ২০২৪

পরিচারিকাকে নিগ্রহের দায়ে বহিষ্কৃত বাংলাদেশের ক্রিকেটার শাহদাত হোসেন

নাবালিকা পরিচারিকাকে শারীরিক নিগ্রহের দায়ে ক্রিকেট থেকে বহিষ্কৃত হলেন বাংলাদেশের ক্রিকেটার শাহদাত হোসেন। তাঁকে সাময়িক ভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫১
Share: Save:

নাবালিকা পরিচারিকাকে শারীরিক নিগ্রহের দায়ে ক্রিকেট থেকে বহিষ্কৃত হলেন বাংলাদেশের ক্রিকেটার শাহদাত হোসেন। তাঁকে সাময়িক ভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস এ দিন বলেন, “শাহদাতের ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কালিমালিপ্ত করেছে। শাহদাত এবং তাঁর স্ত্রী-র বিরুদ্ধে ওঠা অভিযোগ যথেষ্ট গুরুতর। পুলিশ তদন্ত করছে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত তাঁকে সাময়িক ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

গত মে মাসে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় টেস্ট সিরিজে গোড়ালিতে চোট পান শাহদাত। বহিষ্কারের ফলে আসন্ন জাতীয় ক্রিকেট লিগেও খেলতে পারবেন না তিনি। ফলে ৩৮ টেস্ট খেলা এই পেস বোলারের জন্য জাতীয় দলে ফেরা অনিশ্চিত হয়ে পড়ল। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না তিনি।

দিন কয়েক আগে ঢাকার রাস্তায় শাহদাতের বাড়ির নাবালিকা পরিচারিকা মাহফুজা আখতার হ্যাপিকে উদ্ধার করে পুলিশ। তার দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন। হাতে পায়ে ফোস্কার দাগ। সারা দেহে কালসিটের দাগ নিয়ে রাস্তায় মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল ওই নাবালিকা। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন হ্যাপি। পুলিশের কাছে অভিযোগে সে জানায়, নিয়মিত শাহদাত ও তাঁর স্ত্রী মিলে তার উপর শারীরিক নিগ্রহ চালাতেন। এমনকী যে রাতে মেয়েটি পালায় সে রাতেও তাকে বেধরক মারধর করা হয়। অভিযোগ পেয়ে শাহদাতের বাড়িতে তল্লাশি চালায় ঢাকা পুলিশ। কিন্তু সেখানে ওই ক্রিকেটার বা তাঁর স্ত্রীকে পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE