Advertisement
০২ মে ২০২৪

জয়ই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট দলের

সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে হেরে নাস্তানাবুদ হতে হয়েছে জিম্বাবোয়েকে। এবার সেই জিম্বাবোয়েকেই ঘরের মাঠে পেয়েছে বাংলাদেশ। এমনিতে বাংলাদেশ সফরে জিম্বাবোয়ের রেকর্ড একদমই ভাল নয়। বার বার হারতে হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ১৪:২৮
Share: Save:

সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে হেরে নাস্তানাবুদ হতে হয়েছে জিম্বাবোয়েকে। এবার সেই জিম্বাবোয়েকেই ঘরের মাঠে পেয়েছে বাংলাদেশ। এমনিতে বাংলাদেশ সফরে জিম্বাবোয়ের রেকর্ড একদমই ভাল নয়। বার বার হারতে হয়েছে। আজ প্রথম ম্যাচের আগে সেটাই তাতাচ্ছে বাংলাদেশ দলকে। তবে সহজভাবে নিতে নারাজ ক্রিকেটাররা। কারণ শেষ টি২০ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তাই সতর্ক পুরো দল। মাশরাফি বিন মুর্তজা কিন্তু সেই হারটি ভোলেননি। খুলনায় প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘আমরা শেষ টি২০ ম্যাচ হেরেছিলাম। সেটা আমি ভুলতে চাই না। তাই সহজভাবে নিচ্ছি না।’’ সেই সময় ওয়ান ডে সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইট ওয়াশ করলেও টি২০ সিরিজ ১-১ ড্র হয়েছিল। এবার সিরিজ জেতা ছাড়া আর কিছু ভাবছে না বাংলাদেশ। সাকিবদের আসল লক্ষ্য ভাল খেলে জেতা। মাশরাফি বলছেন, ‘‘আমাদের কাজ হচ্ছে মাঠে নেমে পরিকল্পনাকে বাস্তবায়িত করা। পুরো সিরিজে সেই ধারাবাহিকতাটা ধরে রাখা সব থেকে বড় চ্যালেঞ্জ।’’

টি২০ বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে এই জিম্বাবোয়ে সিরিজকেই প্রস্তুতির মঞ্চ করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট দল। দলে অনেক নতুন মুখ এসেছে তাঁদের সঙ্গে পুরো দলের বোঝাপড়াটাও বাড়িয়ে নেওয়াটা লক্ষ্য। প্রথম ম্যাচ থেকেই জাতীয় দলের জার্সিতে টি২০ অভিষেক হতে পারে শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসানের। টেস্ট ও ওয়ানডে খেললেও এখনও টি২০ খেলা হয়নি শুভাগতর। নুরুল অবশ্য একদমই নতুন মুখ। নিজের শহরে অভিষেক হচ্ছে ভেবেই তিনি আপ্লুত। ঘরের মাঠে ম্যাচ খেলতে নামবেন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, সাকিবসহ অনেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bangladesh cricket zimbabwe t20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE