Advertisement
১৯ মে ২০২৪

সুব্রত কাপে এক ডজন গোল করল বাণীমন্দির রেলওয়ে বিদ্যালয়

সুব্রত কাপের মূল পর্বে আন্তর্জাতিক স্তরে অংশ নিয়ে সাড়া ফেলেছে শিলিগুড়ির বাণীমন্দির রেলওয়ে স্কুল। বুধবার সুব্রত কাপে অনূর্ধ্ব ১৭ বিভাগে আন্দামান নিকোবরের দলকে তারা ১২-০ গোলে কার্যত উড়িয়ে দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ০১:১১
Share: Save:

সুব্রত কাপের মূল পর্বে আন্তর্জাতিক স্তরে অংশ নিয়ে সাড়া ফেলেছে শিলিগুড়ির বাণীমন্দির রেলওয়ে স্কুল। বুধবার সুব্রত কাপে অনূর্ধ্ব ১৭ বিভাগে আন্দামান নিকোবরের দলকে তারা ১২-০ গোলে কার্যত উড়িয়ে দিয়েছে। একাই পাঁচটি গোল করেছেন বাণীমন্দিরের ফুটবলার সঞ্জু বর্মন। অভিজিৎ সরকার এবং কিংশুক দত্ত ২টি করে গোল করেছেন। একটি করে গোল করেছেন জয়দীপ চন্দ্র দাস, সায়ন সরকার এবং অর্ঘ্য দাস। এ দিন খেলা হয় দিল্লির অম্বেডকর স্টেডিয়ামে। গোলের বন্যা দেখে গ্রুপের অন্য দলগুলিও বাণীমন্দিরের টিম নিয়ে চিন্তিত।

মঙ্গলবার বাংলাদেশের দলের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ ছিল। ওই ম্যাচেও বাণীমন্দির স্কুল জিতেছে ৪-০ গোলে। ম্যাচে জয়দীপচন্দ্র দাস ৩টি এবং কিংশুক দাস ১টি গোল করে। তা নিয়ে জেলার ক্রীড়ামহল উৎসাহী। গ্রুপ লিগের খেলা চলছে। আরও ৩টি ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে। পরপর দু’টি ম্যাচ জিতে দলের টিম স্পিরিট এখন তুঙ্গে। মোট পাঁচটি ম্যাচ এই পর্বে খেলতে হবে প্রতিটি দলকে। তাতে সেরা হলে তারা কোয়ার্টার ফাইনালে উঠবে। এ বছর সারা ভারত আন্তঃ রেল ফুটবলে বাণীমন্দির চ্যাম্পিয়ন হয়েছে। পঞ্জাবের তাপুরতলাতে খেলা হয়। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সুব্রত কাপের আন্তর্জাতিক পর্বে তারা সুযোগ পেয়েছে। ভারতীয় রেলের হয়ে তারা খেলছে সুব্রত কাপে। গত বছরও আন্তঃ রেলের খেলায় চ্যাম্পিয়ন হয়ে তারা সুব্রত কাপের মূলপর্বে সুযোগ পেয়েছিল। তবে সে বার বাংলাদেশের সঙ্গে হেরে গিয়েছিল। গ্রুপ পর্বে খেলেই বিদায় নিতে হয়েছিল তাদের। এ বছর এখন পর্যন্ত তাদের গ্রুপের প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে বাণীমন্দিরই দুটি ম্যাচে জিতে ৬ পয়েন্টে পেয়ে সব চেয়ে এগিয়ে রয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছেন।

আজ, বৃহস্পতিবার নিউ ওয়েলিংটন ক্যাম্প স্টেডিয়ামে তারা নামবে এনসিসি দলের বিরুদ্ধে। পরের দিন মিজোরাম এবং তার পর সিকিমের সঙ্গে খেলা। বাণীমন্দির স্কুলের ক্রীড়া বিভাগের শিক্ষক সুদীপ্ত কুমার জানা, অধ্যক্ষ প্রকাশচন্দ্র রায় দলের সঙ্গে দিল্লিতে রয়েছেন। বাকি ম্যাচগুলি জিতে বাণীমন্দির কোয়ার্টার ফাইনালে উঠবে বলে আশাবাদী তাঁরা। এই চ্যাম্পিয়নশিপকে ঘিরে শিলিগুড়িতে স্কুলের পড়ুয়াদের মধ্যেও উৎসাহ তুঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

subrata cup Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE