চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রোমার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বার্সেলোনা বিদায় নিয়েছে সপ্তাহের শুরুতেই।
শনিবার লা লিগায় ফিরছেন লিয়োনেল মেসিরা। ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে আর্নেস্তো ভালভার্দের দলের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। যারা এই মুহূর্তে লা লিগার তালিকায় তিন নম্বরে রয়েছে। ৩১ ম্যাচের পরে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৯। সমসংখ্যক ম্যাচে ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৬৫। লা লিগার এই ম্যাচের আগে রোমার কাছে বার্সার হারকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্কের আবহ। স্পেনের প্রচারমাধ্যমের দাবি, রোমা ম্যাচের পরে ড্রেসিংরুমে ফিরে ম্যানেজার ভালভার্দের কাছে নাকি দলের রণকৌশল নিয়ে প্রশ্ন তোলেন মেসি ও জেরার পিকে। যার ফলে অপ্রস্তুত হয়ে পড়েন বার্সা ম্যানেজার। গুঞ্জন ছড়িয়েছে, আগামী মরসুমে বার্সা ম্যানেজার হিসেবে ভালভার্দেকে না-ও দেখা যেতে পারে।
ভ্যালেন্সিয়া ম্যাচের আগে মেসি বা পিকে এ ব্যাপারে কোনও মন্তব্য না করলেও প্রতিক্রিয়া জানিয়েছেন ভালভার্দে। তাঁর জবাব, ‘‘পুরো ব্যাপারটাই সংবাদমাধ্যমের মন গড়া। মেসি বা পিকের সঙ্গে এ রকম কিছু ঘটেনি। হারের কোনও ব্যাখ্যাও ওরা আমার কাছে চায়নি। পরের মরসুম নিয়ে এরকম কোনও কথা আমার কাছে আসেনি। আপাতত ভ্যালেন্সিয়া ম্যাচ নিয়ে মনঃসংযোগ করছি।’’
রোমার বিরুদ্ধে পায়ের আঙুলে চোট পেয়েছেন বার্সেলোনার ক্রোয়েশীয় মিডফিল্ডার ইভান রাকিতিচ। অস্ত্রোপচার হবে বলে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে দলে নেই তিনি। তবে ভালভার্দে জানিয়েছেন, চোট সারিয়ে এই মুহূর্তে ম্যাচ খেলার মতো সক্ষম হয়ে উঠেছেন বুস্কেৎস।
ভ্যালেন্সিয়া ম্যানেজার মার্সেলিনহো যদিও এগিয়ে রাখছেন বার্সেলোনাকেই। বলছেন, ‘‘এটা ভাবা খুব কষ্টকর যে, বার্সেলোনা টানা দু’টো ম্যাচ হেরে বসবে। তার উপর ম্যাচটা হবে বার্সেলোনার ঘরের মাঠে। যেখান থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরা খুব কঠিন। তার উপর রোমার কাছে হারার পরে আমাদের বিরুদ্ধে আহত বাঘের মতোই ঝাঁপিয়ে পড়তে পারে মেসি-সুয়ারেসরা।’’ পাশাপাশি সতর্কবার্তাও জারি করছেন তিনি, ‘‘আমাদের দল হয়তো রোমা নয়। তবে তিন পয়েন্ট পাওয়ার জন্য আমরাও সর্বশক্তি প্রয়োগ করব।’’