Advertisement
১৭ মে ২০২৪

বার্সার ড্র, শততম ম্যাচে ম্লান মেসি

প্রতিদ্বন্দ্বীকে উত্তর দেওয়ার সুবর্ণ সুযোগ ছিল তাঁর সামনে। মঞ্চও ছিল প্রস্তুত। কিন্তু সেই মঞ্চকে কাজে লাগাতে পারলেন না লিওনেল মেসি। তাঁর আপাত বর্ণহীন পারফরম্যান্সের ম্যাচে আটকে গেল বার্সেলোনাও।

হতাশ রাজপুত্র। ছবি: রয়টার্স।

হতাশ রাজপুত্র। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৫
Share: Save:

প্রতিদ্বন্দ্বীকে উত্তর দেওয়ার সুবর্ণ সুযোগ ছিল তাঁর সামনে। মঞ্চও ছিল প্রস্তুত। কিন্তু সেই মঞ্চকে কাজে লাগাতে পারলেন না লিওনেল মেসি। তাঁর আপাত বর্ণহীন পারফরম্যান্সের ম্যাচে আটকে গেল বার্সেলোনাও। চ্যাম্পিয়ন্স লিগে রোমার সঙ্গে ড্র করল তারা।

মাত্র কয়েক ঘণ্টা আগে শাখতার দনেস্ককে একার হাতে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে দলকে জয় এনে দিয়েছিলেন রোনাল্ডো। হ্যাটট্রিক করে ভেঙেছিলেন মেসিরই ৭৭ গোলের রেকর্ড। সিআরসেভেনের হুঙ্কারের পর তাঁর কাছ থেকেও মারকাটারি পারফরম্যান্স আশা করেছিলেন মেসি-ভক্তরা। কিন্তু কোথায় কী? বুধবার রাতে ঘরের মাঠে গত বারের চ্যাম্পিয়নদের সঙ্গে চোখে চোখ রেখে লড়ে গেল রোমা। এবং কার্যত বোতল বন্দি হয়ে রইলেন মেসি। তাই ম্যাচের ২১ মিনিটের মধ্যে রকিটিচের অসাধারণ পাস থেকে সুয়ারেজ গোল করলেও কখনওই স্বস্তিতে ছিল বার্সা। মিনিট দশেক পরে সে গোল শোধও করে দেন ইতালীয় ফ্লোরেঞ্জি। সারা ম্যেচ আর একটিও গোল হয়নি। বার্সা কিছু সুযোগ পেলেও রোমার ডিফেন্স ছিল দুর্ভেদ্য। বিশ্বাসই হচ্ছিল না যে, এই দলই গত বার বায়ার্নের কাছে সাত গোলে হেরেছিল। ম্যাচের একেবারে প্রথমে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মেসির শট বারপোস্ট ঘেঁষে বেড়িয়ে যায়। এর পর তেমন ভাবে তাঁর উপস্থিতি চোখে পড়েনি। গোলের নীচে মর্গ্যান ছিলেন অপ্রতিরোধ্য। মহম্মদ সালের নেতৃত্বে কাউন্টার অ্যাটাকে গিয়ে বার্সা ডিফেন্সকেও যথেষ্ট অস্বস্তিতে রাখছিল রোমা।

বার্সার পরবর্তী খেলা ২৯ সেপ্টেম্বর। বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে সেই ম্যাচে ফুটবল রাজপুত্রকে পরিচিত ছন্দে দেখার আশায় এখন বুক বাঁধছে ফুটবলপ্রেমীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE