Advertisement
০৫ মে ২০২৪
কোপা দেল রে
Sports News

মেসির গোলেও হার বার্সেলোনার

লিওনেল মেসি গোল পেলেও হার দিয়ে নতুন বছর শুরু হল বার্সেলোনার। তা-ও আবার একটা সময় বিপক্ষকে মাত্র ন’জনে পেয়েও! কোপা দেল রে-র শেষ ষোলোর প্রথম পর্বে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-২ হারল লুইস এনরিকের টিম।

বিধ্বস্ত মেসি-নেইমার। বিলবাওয়ের স্যান মেমস স্টেডিয়ামে। ছবি: এএফপি।

বিধ্বস্ত মেসি-নেইমার। বিলবাওয়ের স্যান মেমস স্টেডিয়ামে। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ০৩:৫৭
Share: Save:

লিওনেল মেসি গোল পেলেও হার দিয়ে নতুন বছর শুরু হল বার্সেলোনার। তা-ও আবার একটা সময় বিপক্ষকে মাত্র ন’জনে পেয়েও!

কোপা দেল রে-র শেষ ষোলোর প্রথম পর্বে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-২ হারল লুইস এনরিকের টিম। প্রথমার্ধেই বার্সা ০-২ পিছিয়ে গিয়েছিল। মেসি দ্বিতীয়ার্ধে ফ্রি কিক থেকে ব্যবধান কমান। শেষ ১০ মিনিট অ্যাথলেটিক বিলবাওকে ন’জনে খেলতে হয়। তাদের দু’জন লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায়। তাতেও হার বাঁচাতে পারেনি রেকর্ড ২৯ বার কোপা দেল রে জয়ের দৌড়ে থাকা বার্সেলোনা।

হারের জন্য এনরিকে দায়ী করছেন তাঁর দলের সুযোগ ফস্কানোকে। ‘‘মেসির গোলটা আমাদের অক্সিজেন দিয়েছিল ম্যাচটায়। তার পর যা সুযোগ পেয়েছি আমরা তাতে ম্যাচটা ড্র করা উচিত ছিল।’’ আগামী সপ্তাহে দ্বিতীয় পর্বের লড়াইয়ে নামতে হবে মেসিদের। তবে ঘরের মাঠে যুদ্ধ হলেও চ্যালেঞ্জটা সোজা হবে না বলে মনে করছেন বার্সা কোচ। ‘‘দ্বিতীয় লেগের লড়াইটা কঠিন হবে। আমাদের যেমন গোল করতে হবে তেমনই কোনও গোল যাতে না খাই সেটাও দেখতে হবে।’’

অ্যাথলেটিক বিলবাও ম্যাচের শুরু থেকেই তাঁর দলকে যে ভাবে চেপে ধরেছিল সেটা আশা করেননি, স্বীকারোক্তি এনরিকের। ‘‘ওরা আমাদের দুর্বল দুটো ক্লিয়ারেন্সের সুযোগ নিয়েছে। তাই দু’গোলে শুরুতে পিছিয়ে গিয়েছিলাম। এর থেকে খারাপ আর কী হতে পারে আমাদের জন্য!’’

দ্বিতীয়ার্ধে বার্সা যে অনেক সুযোগ পেয়েছিল মেনে নিয়েছেন এনরিকে। বিশেষ করে তাঁদের প্রতিপক্ষ ন’জন হয়ে যাওয়ার পর। ‘‘আমাদের দলের মুডটা বিরতির পর পাল্টে গিয়েছিল। আমাদের আরও গোল পাওয়া উচিত ছিল। তা সে ওরা ন’জন হয়ে যাক, চাই না যাক। কিন্তু সেটা হয়নি। ওরা এতটাই চাপে ফেলে দিচ্ছিল আমাদের যে পাসিংটাই ঠিকঠাক করা যাচ্ছিল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leonel Messi Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE