চুক্তি ভঙ্গ করার জন্য নেমারের কাছ থেকে এক কোটি ডলার চাইল বার্সেলোনা। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয় ক্লাব ইতিমধ্যেই নতুন চুক্তি স্বরূপ নেমারকে অগ্রীম টাকা দিয়ে দিয়েছিল। কিন্তু নেমার প্যারিস সাঁজায় চলে যান। এই অবস্থায় সেই টাকা ফেরত চায় ক্লাব। সঙ্গে সেই টাকার সুদও চায় ক্লাব। বার্সেলোনা পিছু ছেড়েও ছাড়ছে না নেমারের। এমনিতে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে ক্লাব পরিবর্তন করতে হয়েছে নেমারকে। তার পরও বেশ কিছু কিছু কারণে বার বার আটকে গিয়েছেন ব্রাজিল তারকা। প্যারিস সাঁজার হয়ে প্রথম ম্যাচে খেলতেও পারেননি তিনি।
আরও পড়ুন
মোহনবাগানের ‘প্রাণভোমরা’কে তুলে চমকে দিল ইস্টবেঙ্গল
রিয়েল এস্টেট বিতর্কে টুইটারে ট্রোল ভাজ্জি-ধোনি
২০১৬তে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন নেমার। তখন অগ্রীম হিসেবে এই টাকা নিয়েছিলেন। কিন্তু এক বছর কাটতে না কাটতেই ক্লাব বদলে ফেললেন তিনি। নেমারকে আটকে রাখার যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে বার্সার। বার্সেলোনার এমপ্লমেন্ট আদালতে নেমারের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছে ক্লাব। ফিফার কাছেও আর্জি জানিয়েছে মেসির ক্লাব।
বার্সেলোনা সেই অভিযোগপত্র টুইটারে পোস্ট করল (_)
Comunicado del FC Barcelona pic.twitter.com/opVIIJ4mh6
— FC Barcelona (@FCBarcelona_es) August 22, 2017
বার্সেলোনা সেই অভিযোগপত্র টুইটারে পোস্ট করল (_)